জয়পুরহাট পুলিশের বিশেষ কল্যাণ সভায় সম্মানিত রেঞ্জ ডিআইজি, রাজশাহী

অদ্য ২৩ আগস্ট ২০২১ খ্রি. সোমবার ১২.০০ ঘটিকায় জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার, জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সভাপতিত্বে পুলিশ লাইনস ড্রিলশেড-এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার, জয়পুরহাট বলেন, মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 'জনতার পুলিশ' এ রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন যুগান্তকারী কল্যাণধর্মী ও সংস্কার মূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), রাজশাহী জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম বাংলাদেশ পুলিশ মহোদয়। প্রধান অতিথি তাঁর বক্তব্য সবাইকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং পাশাপাশি হয়রানিমুক্ত পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, মাদক, ছিনতাই সহ কোন ধরণের অপরাধের সাথে যদি কোন পুলিশ সদস্য কোনভাবে জড়িত থাকে বা ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোরতম বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ কল্যাণ সভায় সম্মানিত ডিআইজি মহোদয় কনস্টেবল হতে ঊর্ধ্বতন প্রত্যেকের আবেদন নিবেদন শোনেন এবং বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কোভিড-১৯ এর পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার সাথে সাথে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং মাস্ক পড়ার নির্দেশনা প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জনাব মোঃ মেহেদী ইসলাম, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিস), জয়পুরহাট এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage