পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে একজন গ্রেফতার।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে একজন গ্রেফতার। ঘটনার তারিখ ও সময়ঃ গত ইং ১৪/০৮/২০২১ তারিখ দুপুর আনুমান ১৩.২০ ঘটিকা। ঘটনার স্থানঃ পাবনা থানাধীন বলরামপুর সরদারপাড়া গ্রামস্থ পুলিশ ক্লিয়ারেন্স প্রার্থী মোঃ আপন মোল্লা এর বসত বাড়ী। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারী প্রার্থী মোঃ আপন মোল্লা (২৬), পিতা-মোঃ আব্দুল গাফফার মোল্লা, সাং-বলরামপুর সরদারপাড়া, থানা ও জেলা-পাবনা এর আবেদন তদন্তের নিমিত্তে পাবনা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ খাইরুজ্জামান গত ইং ১৯/০৮/২০২১ তারিখ ১৫.১০ ঘটিকার সময় তার বসত বাড়ীতে উপস্থিত হয়ে জানতে পারেন যে, আসামী মোঃ মেহেদী হাসান ওরফে কোরাইশ (২৪), পিতা-আঃ ছালাম, সাং-ব্রজনাথপুর, থানা ও জেলা-পাবনা বিগত ইং ১৪/০৮/২০২১ তারিখ দুপুর ১৩.২০ ঘটিকার সময় উক্ত পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারী আপন মোল্লার বাড়ীতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স পেতে হলে পুলিশকে টাকা দিতে হবে মর্মে নগদ ১,৫০০/- টাকা নিয়ে আসে এবং আরো ২০০০/- টাকা দাবী করে। বিষয়টি এসআই খারুজ্জামান উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে কৌশলে উক্ত আসামীকে আটক করে স্থানীয় লোকজন ও সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। আসামী মেহেদী হাসান কোরাইশ পুলিশ ক্লিয়ারেন্স আবেদনকারীর পিতার নিকট হতে অবৈধ ভাবে টাকা গ্রহণ ও টাকা গ্রহনের চেষ্টা করায় পেনাল কোড আইনের ৩৮৫/৩৮৬ ধারা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাবনা জেলার যে কোন থানায় জিডি, মামলা , পাসপোর্ট ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্তে কেউ কোন প্রকার অর্থ দাবী করলে সরাসরি পুলিশ সুপার পাবনাকে অবহিত করুন। ০১৩২০১২৮৫০০ নম্বরে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage