৯৫ টি স্টিলের পাইপের তৈরি বর্শা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্তে ইনসিডেন্ট রিপোর্ট।

জেলা পুলিশ পাবনা । তারিখ ২৩/০৮/২০২১ ইং। ১। ইউনিটের নামঃ ফরিদপুর থানা, পাবনা । ২। বিষয়ঃ ৯৫ টি স্টিলের পাইপের তৈরি বর্শা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার সংক্রান্তে ইনসিডেন্ট রিপোর্ট। ৩। ঘটনার তারিখ ও সময়ঃ ইংরেজি ২৩/০৮/২০২১ তারিখ ১৪.৪৫ ঘটিকা। ৪। ঘটনাস্থলঃ ফরিদপুর থানাধীন পুঙ্গুলী ইউনিয়নের রতনপুর গ্রামে হেলাল তালুকদার পিতা-মৃত আক্কেল তালুকদার এর বাড়ির সামনে সেমি পাকা টিনশেড বৈঠকখানা ঘর। ৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ অদ্য ২৩/০৮/২০২১ তারিখ দুপুর অনুমান ১৩.০০ টার সময় গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, ফরিদপুর থানাধীন পুঙ্গুলী ইউনিয়নের অন্তর্গত রতনপুর গ্রামে হেলাল তালুকদার (৪০) পিতা-মৃত আক্কেল তালুকদার এর বাড়িতে হাসুয়া বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঐসময় ডেমরা বাজার ধাকা এসআই রফিক সঙ্গীয় ফোর্সসহ নদী পার হয়ে রতনপুর গ্রামে হেলাল তালুকদারের বাড়িতে পৌঁছামাএ পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার পালিয়ে যায়। হেলাল তালুকদার বাড়ির সামনে সেমি পাকা টিনশেড বৈঠক ঘর তল্লাশি করে ঘরের ভিতরে থাকা খাটের নিচে 95 টি স্টিলের পাইপ দ্বারা তৈরি পাইপের মাথায় দুই পাশে ধারবিশিষ্ট ফলা লাগান প্রত্যেকটি লম্বা অনুমান ৫ ফুট বর্শা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বসতবাড়ির প্রত্যেকটি স্বয়ং ঘর তল্লাশি করা হয়। হেলাল তালুকদারকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। ৬। ভিকটিমের সংখ্যাঃ নাই। ৭। উদ্ধারঃ 95 টি স্টিলের পাইপের তৈরি স্টিলের মাথায় দুই পাশের বিশিষ্ট কলার লাগানো প্রত্যেকটি লম্বা অনুমান পাঁচ ফিট বর্শা জাতীয় দেশীয় অস্ত্র। ৮। আসামী / অভিযুক্তের নাম ঠিকানাঃ পলাতক হেলাল তালুকদার (৪০) পিতা-মৃত আক্কেল আলী তালুকদার গ্রাম- রতনপুর থানা- ফরিদপুর জেলা পাবনা







সর্বশেষ সংবাদ
DIG Homepage