বিট পুলিশিং সেবা প্রদান।মাদক এর কুফল, ইভ টিজিং বিষয়ে সচেতন করন ।

আসসালামু আলাইকুম প্রিয় পাবনাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ পুলিশ প্রধান মান্যবর আইজিপি ড. বেনজীর আহমেদ , বিপিএম( বার) এঁর উদ্যোগে গত প্রায় দুই বছর যাবত সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম চলমান আছে।এলাকার জনসাধারনের কাছ থেক তথ্য নিয়ে আইন শৃংখলা রক্ষা ও নিরাপদ সমাজ গড়াই বিট পুলিশিং এর উদ্দেশ্য। ডিআইজি রাজশাহী রেঞ্জ জনাব আবদুল বাতেন বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে মোট ১০৩ টি বিটে একজন এসআই ,একজন এএসআই, দুই জন কনস্টবল বিট পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে। সরকারী নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পরিষদের দুইটি কক্ষ বিট পুলিশের জন্য বরাদ্দ, বিট পুলিশ কার্যক্রম জোরদার করতে গত ইং ৩১/০৮/২০২১ তারিখ পাবনা জেলার সকল থানায়।এ বিট পুলিশিং এর মাধ্যমে মাদক এর কুফল, ইভ টিজিং বিষয়ে সচেতন করা হয়। এবার আমরা উদ্যোগ নিয়েছি পুলিশ সুপারের নোবাইল নম্বরের পাশাপাশি বিট অফিসারের নম্বর বহুল প্রচারের। আপনার নিজ ইউনিয়েনরে বিট অফিসারের নম্বর রাখুন যে কোন আইনগত প্রয়োজনে বিট অফিসারের সহায়তা নিন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage