নিখোঁজ শিশু উদ্ধার পূর্বক পিতা-মাতার নিকট হস্তান্তর

ইনসিডেন্ট রিপোর্টঃ তারিখঃ ০২/০৯/২০২১ খ্রিঃ ১.ইউনিটের নামঃ সাঁথিয়া থানা,পাবনা। ২.বিষয়ঃ থানা হেফাজতে থাকা শিশুকে তাহার পিতা-মাতার জিম্মায় প্রদান প্রসঙ্গে। ৩.ঘটনার তারিখ ও সময়ঃ ০২/০৯/২০২১ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকা।   ৪.ঘটনার স্থানঃ সাঁথিয়া থানাধীন দৌলতপুর গ্রামস্থ দৌলতপুর সিএনজি স্ট্যান্ড।            ৫.ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ  ইং ০২/৯/২০২১ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার মোঃ জসিম শেখ(২৬), পিতা- মোঃ মাহাতাব শেখ, সাং- কোনাবাড়ীয়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা মোছাঃ সাদিয়া খাতুন (৬) নামে একটি মেয়ে শিশুকে নিয়া থানায় আসেন। তিনি জানান অদ্য ইং ০২/৯/২০২১ তারিখ  বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় শিশুটিকে তারা সাঁথিয়া থানাধীন দৌলতপুর সিএনজি স্ট্যান্ডে একা ঘোরাঘুরি করিতে দেখে। শিশুটিকে জিজ্ঞাসা করিলে পিতা- মোঃ শরীফুল ইসলাম মিন্টু, মাতা- মোছাঃ মনা বেগম এবং তাহার বাড়ী ঢাকা বলিয়া জানায়। এছাড়া সে আর কোন কিছু বলিতে পারেনা। থানায় আসার পর শিশুটিকে জিজ্ঞাসা করিলে সে একই কথা বলে। তখন শিশুটিকে থানা হেফাজতে রাখা হয়। শিশুটির ছবি দিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি উক্ত শিশুর প্রতিবেশী মোঃ জান্নাতিন নাঈম দেখিতে পাইয়া শিশুটির বাড়িতে খবর দেয়। খবর পাইয়া শিশুটির পিতা-মাতা থানায় আসিয়া শিশুটিকে তাহাদের সন্তান বলিয়া সনাক্ত করে। শিশু সাদিয়া ও তাহার পিতা-মাতার সহিত কথা বলিয়া জানা যায় শিশুটির নাম মোছাঃ সাদিয়া খাতুন হইলেও তাহার পিতা-মোঃ নাজমুল হক, মাতা- মোছাঃ কহিনুর খাতুন, সাং- বিল মহিষারচর, থানা-সাঁথিয়া, জেলা- পাবনা। শিশু সাদিয়া খাতুন এর পিতা-মাতার উপস্থিতিতে তাহাকে জিজ্ঞাসা করিলে সে জানায় নৌকা বাইচ দেখার জন্য সে বাড়ি হইতে কাউকে  কিছু না বলিয়া বাহির হয়। বাড়িতে হতে রাস্তায় আসিয়া অটোভ্যানযোগে সাঁথিয়া বাজারে চলিয়া আসে। উদ্ধারকৃত শিশু সাদিয়া, তাহার পিতা-মাতা ও আত্বীয় স্বজনের সহিত কথা বলিয়া মোঃ নাজমুল হক ও মোছাঃ কহিনুর খাতুন শিশুটির পিতা-মাতা বলিয়া প্রতীয়মান হওয়ায় উপস্থিত স্থানীয় কাউন্সিলর মোঃ আলাউদ্দিন এর উপস্থিতে শিশু সাদিয়া খাতুনকে তাহার পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়। পিতা-মাতাকে তাহার শিশু সাদিয়ার সার্বক্ষনিক খোঁজখবর রাখার পরামর্শ প্রদান করা হয়। ৬.আইনগত  ব্যবস্থাঃ  শিশুটিকে তাহার পিতা-মাতার জিম্মায় প্রদান করা হইয়াছে। ৭. বর্তমান অবস্থাঃ স্বাভাবিক।  আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  অফিসার ইনচার্জ  সাঁথিয়া থানা,পাবনা।







সর্বশেষ সংবাদ
DIG Homepage