জয়পুরহাটে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলার কুখ্যাত ডাকাত শহিদুল ইসলাম @ কারেন্টসহ ০৩ জন গ্রেফতার

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশ কর্তৃক গত ১১-০৯-২০২১খ্রিঃ শনিবার রাত্রী ২২.৩০ ঘটিকায় পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের হিলি হইতে শালাইপুর গামী পাকা রাস্তায় কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলার কুখ্যাত ডাকাত শহিদুল ইসলাম @ কারেন্টসহ ০৩(তিন) জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ। জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), এর নেতৃত্বে জনাব পলাশ চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানাসহ একটি আভিযানিক টিম পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের হিলি হইতে শালাইপুর গামী পাকা রাস্তায় কলন্দপুর নামক এলাকায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্ত্তুতি গ্রহণ করছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১। তিন রাউন্ড গুলি, ২। একটি দেশীয় ওয়ান শুটারগান, ৩। ৩টি লোহার তৈরি ধারলো হাসূয়া, ৪। ১টি লোহার তৈরি ধারালো সামুরাই, ৫। একটি লোহার শাবল, ৬। ০৪ টি বাঁশের লাঠি,৭। ১টি নাইলনের মোটা রশি, ৮। ৩টি পুরাতন ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার পূর্বক ০৩(তিন) জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শহিদুল ইসলাম @ কারেন্ট (৪৪), পিতা-মোঃ আবেদ আলী, গ্রাম-ভাটাহার, থানা-কালাই, ২। মোঃ ইয়ানুর হোসেন (৩০), পিতা-মোঃ আলম হোসেন, গ্রাম-ছালাখুর, থানা-পাঁচবিবি, উভয় জেলা-জয়পুরহাট, ৩। মোঃ মাহাবুব শেখ (৩৬), পিতা-মোঃ নাহিদ শেখ, গ্রাম-দক্ষিণ বাসুদেবপুর (বিলপাড়া), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর। উল্লেখ্য গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত শহিদুল ইসলাম কারেন্ট এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায়, কালাই থানায়, বগুড়া শিবগঞ্জ থানায় এবং নাটোর সদর থানায় স্বর্নের দোকান ডাকাতি, বসতবাড়ি ডাকাতি, গরু ব্যবসায়ীর ট্রাকসহ গরু ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, অপহরণসহ সর্বমোট ১১(এগার)টি মামলা রয়েছে। মোঃ ইয়ানুর হোসেন এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৩(তিন)টি মামলা রয়েছে এবং মোঃ মাহাবুব শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪(চার)টি মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage