০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মুনসুর রহমান, অফিসার ইনচার্জ নাটোর থানা, নাটোর এর নেতৃত্বে এসআই/মোঃ রফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ১৩/০৯/২০২১ তারিখ রাত্রী ২০.২০ ঘটিকার সময় নাটোর থানাধীন দস্তানাবাদ বাদালপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আনসার আলী, পিতা-মৃত সরাফত আলী এর চায়ের দোকানের সামনে হইতে আসামী ১। মোঃ কামাল হোসেন (৪২), পিতা- মৃত কাদের মন্ডল,  গ্রাম- বুড়ির বটতলা (মহনপুর), এবং ২। মোঃ মজিবর রহমান (৪৬), পিতা- মৃত এনায়েত আলী, গ্রাম- জালালাবাদ (মালপাড়া), উভয় থানা ও জেলা- নাটোরদ্বয়কে (৫০০+৫০০)= ১০০০ (এক হাজার) গ্রাম বা ০১  কেজি শুকনো গাঁজাসহ ধৃত করতঃ মাদক আইনে মামলা দায়ের করা হয়। উক্ত আসামীদ্বয়কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/স্বরজিত কুমার কর্মকার মামলার একই তারিখ ২১.৪৫ ঘটিকার সময় আসামী ও আলামত তাহার নিজ হেফাজতে গ্রহণ করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপার্দ করার নিমিত্তে আসামীকে জব্দকৃত আলামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে ধৃত আসামীদ্বয় উক্ত নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখিয়াছিল মর্মে স্বীকার করে এবং নিবিরভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভোর অনুমান ০৫.১৫ ঘটিকার সময় ধৃত ১নং আসামী স্বীকার করে যে, তাহার নিজ বাড়িতে আরো কিছু গাঁজা আছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/স্বরজিত কুমার উক্ত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া তাহার নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব এস,এম আবু সাদাদ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামীর স্বীকারোক্তির সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণেল নিমিত্তে নাটোর থানার জিডি নং-৯২৭ তারিখ-১৪/০৯/২০২১ খ্রিঃ মূলে ০৬.৩০ ঘটিকার সময় সরকারী পিকআপযোগে পুলিশ হেফাজতে থাকা আসামী মোঃ কামাল হোসেনসহ নাটোর সদর থানাধীন বুড়ির বটতলা (মোহনপুর) সাকিনস্থ পুলিশ হেফাজতে থাকা আসামী মোঃ কামাল হোসেন এর বাড়ীর উদ্দেশ্যে রওনা করিয়া একই তারিখ ০৭.০৫ ঘটিকার সময় ধৃত আসামী, উপস্থিত স্থানীয় সাক্ষীসহ স্থানীয় ঘটনাস্থল নাটোর সদর থানাধীন বুড়ির বটতলা (মোহনপুর) সাকিনস্থ আসামী মোঃ কামাল হোসেন এর বাড়ীর দক্ষিণ দুয়ারি বসতঘরের চৌকির নিচ হইতে তাহার দেখানো ও বাহির করিয়া দেওয়া মতে বস্তাবন্দি অবস্থায় ০১ (এক) কেজি, শুকনো গাঁজা , যাহার মূল্য অনুমান ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/স্বরজিত কুমার কর্মকার নিজে বাদী হইয়া উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage