রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ১৯ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ সকাল ১১:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের আগস্ট/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়। সভার শুরুতেই রেঞ্জ ডিআইজি হিসেবে এক বছর পূর্তি উপলক্ষে ডিআইজি মহোদয়কে রেঞ্জাধীন সকল জেলা/ইউনিট প্রধানগণ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অতঃপর ডিআইজি মহোদয় চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলায় সংঘটিত ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করায় উদ্ধারকাজে সংশ্লিষ্ট অফিসারগণকে সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও সার্বিক পারফর্মেন্স বিবেচনায় রেঞ্জের সকল জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই, এসআই, পুলিশ পরিদর্শক (তদন্ত), অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসারকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage