মোহনপুর থানা কর্তৃক ১২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও ২৫ পিছ ইয়াবাসহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আমানউল্লাহ এবং সঙ্গীয় এএসআই/মোঃ সোলাইমান আলী, এএসআই/মোঃ এরশাদ আলী, কং/৭৩২ মোঃ গোলাপ হোসেন, কং/৪৮৫ সজীব চন্দ্র সরকার, নারী কং/১১০৬ মোছাঃ খাদিজা আক্তার সকলেই মোহনপুর থানা, রাজশাহী কর্তৃক মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া (দক্ষিণপাড়া) গ্রামস্থ ধৃত আসামী মোঃ ইমরান হোসেন @ অন্তর (২২), পিতা মোঃ ইসরাফিল হোসেন শাহ্ এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে গত ২১/০৯/২০২১ খ্রিঃ তারিখে ১৬.০৫ ঘটিকায় আসামী ১। মোঃ ইমরান হোসেন @ অন্তর (২২), পিতা- মোঃ ইসরাফিল হোসেন শাহ্, ২। মোছাঃ পারুল বেগম (৪৫), স্বামী মোঃ ইসরাফিল হোসেন শাহ্, উভয় সাং-তাহেরপুর পাকুড়িয়া (দক্ষিণপাড়া), থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে হাতে নাতে ধৃত করেন। বাদী তখন সাক্ষীদের দ্বারা তার ও সঙ্গীয় অফিসার ও ফোর্সদের দেহ তল্লাশি করাইয়া সাক্ষীদের উপস্থিতিতে বাদী বিধি মোতাবেক ধৃত ০১নং আসামী মোঃ ইমরান এর দেহ তল্লাশী করে তাহার পরিহিত লুঙ্গির ডান কোচা হইতে কাগজে রক্ষিত পলিথিনে মোড়ানো ২৪ (চব্বিশ) পুড়িয়া ধূসর বাদামী বর্ণের হেরোইন যাহার ওজন ১২ (বারো) গ্রাম, যাহার অনুমান মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা এবং ০২নং আসামী মোছাঃ পারুল বেগম এর দেখানো মতে তাহার বসত বাড়ির শয়ণ ঘরের তোষকের নিচ হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে গোলাপী রংয়ের ২৫ (পঁচিশ) পিছ ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ২.৫০ (দুই দশমিক পাঁচ শূণ্য) গ্রাম, মূল্য অনুমান ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধার করেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মোহনপুর থানার এফ আই আর নং-১৫, তারিখ- ২১/০৯/২০২১; ধারা- ৩৬(১) এর ৮(খ)/১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage