জয়পুরহাট পাঁচবিবিতে ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নিঃ)/ মোঃ জাকারিয়া খান সঙ্গিয় অফিসার  ও ফোর্স সহ পাঁচবিবি থানাধীন বাগজানা বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপি অন্তর্গত আটাপাড়া টু পাঁচবিবি রোডের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামস্থ জনৈক মোঃ তালেব এর বাড়ীর সামনে পাইকড় গাছের নিচে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল সহ যানবাহনের জন্য অবস্থান করিতেছে । উক্ত সংবাদের ভিত্তিতে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্স  সহ    পাঁচবিবি থানাধীন বাগজানা ইউপি অন্তর্গত আটাপাড়া টু পাঁচবিবি রোডের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামস্থ জনৈক মোঃ তালেব এর বাড়ীর সামনে পাইকড় গাছের নিচে পাকা রাস্তার উপর হইতেইং-২৩/০৯/২০২১ তারিখ সকাল ০৬.২৫ ঘটিকায়  ১। ভারতীয় ফেন্সিডিল ৫০ বোতল, ওজন ৫,০০০ মি:লি, মূল্য অনুমান ৫০,০০০/- টাকা, ২। ০২(দুই)টি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগ উদ্ধার পূর্বক আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা- মোঃ আছির উদ্দিন মন্ডল, সাং- উত্তর কৃষ্ণপুর ২। মোঃ রাজু আহমেদ (২৫), পিতা- মৃত হোসেন আলী, সাং-পশ্চিম রামচন্দ্রপুর উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে আটক করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage