মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আমানউল্লাহ সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ শামছুর রহমান, এএসআই(নিঃ)/সেলিম রেজা, কং/১৩৯৪ মোঃ আশিকুর রহমান, কং/৫৯৯ মোঃ জাহিদুল ইসলাম, ড্রাইঃ কং/৭১১ মোঃ নাসিম মন্ডল সকলেই মোহনপুর থানা, রাজশাহী গত ০৬/১০/২০২১ তারিখে থানা এলাকায় রাত্রীকালীন রন পাহারা, মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন রাত্রী ২১:৪০ ঘটিকায় সইপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন ধোরশা মোল্লাপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মামুন উর রশিদ (২৬), পিতা- মোঃ গোলাম মোস্তফা এর বসত বাড়ীর সামনে কাচা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে। বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ রাত্রী রাত্রী ২২:১০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামী মোঃ মামুন উর রশিদ কৌশলে পালাইবার চেষ্টাকালে বাদী সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ শামছুর রহমানের সহায়তায় আসামী মোঃ মামুন উর রশিদ (২৬), পিতা- মোঃ গোলাম মোস্তফা, সাং- ধোরসা (মোল্লাপাড়া), থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে ঘটনাস্থলেই হাতে-নাতে ধৃত করেন। বাদী ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ আরো লোকজনের উপস্থিতিতে ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসা করিলে সে উপরোক্ত নাম ঠিকানা জানায়। বাদী তখন ঘটনাস্থলে পর্যাপ্ত টর্চের আলোতে সাক্ষীদের দ্বারা তাদের নিজেদের দেহ তল্লাশি করাইয়া ও দেখাইয়া সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামী মোঃ মামুন উর রশিদ এর দেহ তল্লাশী করিয়া তার পরিহিত প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেট হইতে ০১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য বাদামী ধূসর বর্নের ০৮.০০ (আট) গ্রাম হেরোইন উদ্ধার করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার এফ আই আর নং-৩/১৫৪, তারিখ- ০৭ অক্টে, ২০২১; জি আর নং-১৫৪, তারিখ- ০৭ অক্টে, ২০২১; ধারা- ৩৬(১) এর ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage