ইং ১২/১০/২০২১ তারিখ তানোর এলাকা হইতে মাদক মামলার ০৩ জন আসামী গ্রেফতার।

ইং ১২/১০/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই  (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তানোর থানা এলাকা হইতে আসামী ১।শ্রীমতি সারথী টুডু(৪৫) পিতা-মৃত কলম টুডু স্বামী-মৃত যতিন হেমরম সাং-রাতৈল (আদিবাসীপাড়া),থানা-তানোর, জেলা-রাজশাহীকে ০৫(পাঁচ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করেন এবং এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চান্দুরিয়া ইউনিয়নের কাঠালপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর পার্শ্বে মসজিদের সামনে দুই জন ব্যক্তি চোলাইমদ সেবন করিয়া মাতলামীসহ চিৎকার চেঁচামেচি করিয়া জনসাধারনের বিরক্তি সৃষ্টি করায় আসামী ১। মোহাম্মদ আলী ওরফে মংলা(৪৫), পিতা-মৃত সৈয়দ আলী, সাং-প্রশাদপাড়া(শিশাপাড়া) থানা-পবা, জেলা-রাজশাহী ২। মোঃ মাহতাব হোসেন(৫০), পিতা-মৃত বদর উদ্দিন সাং-বাকশপুর,থানা-তানোর,জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার পূর্বক মামলা রুজু করতঃ আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ১৩/১০/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage