ইং ১৭/১০/২০২১ তারিখ থানা এলাকা হইতে মাদক মামলার ০১ আসামী, চুরি মামলার ০১ জন আসামী ও পরোয়ানা ভুক্ত মামলার ০১ আসামী মোট ০৩জন আসামী গ্রেফতার।

ইং ১৭/১০/২০২১ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী (ডিএসবি) এবং অতিঃ পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেল, এবং তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল বারী এর নেতৃত্বে এসআই  (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তানোর কালিগঞ্জ এলাকা হইতে আসামী ১। মোসাঃ মনিরা বেগম@ ময়না@ ম্যানজন(৪৬), পিতা-মৃত পঞ্চ ওরাও, স্বামী-মোঃ সুজন আলী, সাং-রায়তান বড়শো,থানা-তানোর, জেলা-রাজশাহীকে ২০(বিশ)লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ গ্রেফতার এবং এসআই মোঃ মানিক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চুরি মামলার ০১ জন আসামী ২। মোঃ কামাল মন্ডল(৩০), পিতা-মৃত মোকসেদ মন্ডল, সাং-আমশো (সাতবাড়ীয়াপাড়া), থানা-তানোর, জেলা-রাজশাহী গ্রেফতার করেন এবং এসআই (নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পারিঃ মামলা নং-২৫/১৫ এর আসামী ৩। মোঃ ফজলুর রহমান, পিতা-তাহের মন্ডল, থানা-তানোর, জেলা-রাজশাহীকে গ্রেফতার করতঃ আসামীদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে ইং ১১/১০/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage