মন্দির ভাংচুর করার ঘটনায় মামলা রুজু ও এজাহার নামীয় সহ সর্বমোট ১০জন আসামী গ্রেফতার।

১৩-১০-২০২১খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ০৯.১৫ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামস্থ মনাকষা নবজাগরন সংঘ দুর্গামন্দিরে আরতি দেওয়ার সময় এজাহার নামীয় ০৩জন সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ আসামীরা অর্তকিত ভাবে মন্দিরের সামনে এসে মন্দিরের বাঁশের তৈরী গেট সহ লাইটিং ভাংচুর করে ক্ষতিসাধন করে এবং মন্দিরে ইটের ঢিঁল ছুঁড়ে পালিয়ে যায়। আসামীদের ছোঁড়া ঢিঁলের আঘাতে মা দুর্গা প্রতিমার বাম গালের রং চটে যায়। আসামীগণ মন্দিরের গেট ও লাইটিং ভাংচুর করে ও প্রতিমার ক্ষতিসাধন করে সনাতন ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ অনুমান ৭০,০০০/-(সত্তর হাজার) টাকার ক্ষতিসাধন করে। উক্ত বিষয়ে মন্দির কমিটির সেক্রেটারী জনাব শ্রী সুবির চন্দ্র সাহা (৫৮), পিতা-স্বর্গীয় তপেস চন্দ্র সাহা, মাতা-শ্রীমতি বিষ্ণু প্রিয়া সাহা, সাং-মনাকষা চৌধুরীপাড়া, ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে শিবগঞ্জ থানার মামলা নং-২৫, তাং-১৪-১০-২০২১খ্রি.ধারা-৪৩/৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭/৩৪পেনাল কোড-১৮৬০ রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage