মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০৬ গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ পারভেজ রানা পলাশ সঙ্গীয় এসআই(নিঃ)/মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, এএসআই(নিঃ)/সেলিম রেজা, কং/১৫২০ মোঃ সাজু আহমেদ, কং/১২৯৫ মোঃ মাফিজুর রহমান সকলেই মোহনপুর থানা রাজশাহী গত ০৮/১১/২০২১ তারিখে থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালীন একই তারিখ রাত্রী ২৩.২৫ ঘটিকায় মোহনপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ সইপাড়া মোড়ে জনৈক মোঃ মাহাবুর রহমান এর চায়ের দোকানের সামনে সইপাড়া মোড় হইতে শ্যামপুরহাট গামী পাকা রাস্তার উপর একজন ব্যাক্তি মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করিতেছে। বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ রাত্রী ২৩.৪০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছাইয়া সঙ্গীয় এএসআই(নিঃ)/সেলিম রেজার সহায়তায় আসামীকে ঘটনাস্থলেই হাতে-নাতে ধৃত করেন। সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত আসামী মোঃ শিমুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তার পরিহিত লুঙ্গির ডান কোমড়ের ডান কোচা হইতে ০১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য বাদামী ধূসর বর্নের হেরোইন সাদৃশ্য পাউডার উদ্ধার করেন। বাদীর সঙ্গে থাকা ইলেক্ট্রিক্যাল ওজন মাপক যন্ত্র দ্বারা পরিমাপ করিলে পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইর সাদৃশ্য পাউডারের ওজন হয় ০৬.০০ (ছয়) গ্রাম, যাহার অনুমান মূল্য ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা উদ্ধার করেন। পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী এর মোহনপুর থানার এফআইআর নং-৮/১৮৭, তারিখ- ০৯ নভেম্বর , ২০২১; জি আর নং-১৮৭, তারিখ- ০৯ নভেম্বর , ২০২১; তারিখ ০৯ নভেম্বর , ২০২১, সময়- ২৩:৪০ ঘটিকা হইতে ২৩:৫৫ ঘটিকা, ধারা- ৩৬(১) এর ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage