জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ল্যাপটপসহ আন্তঃ জেলা চোর দলের সদস্য গ্রেফতার

গত ইং ১৭/১১/২০২১ তারিখ রাত্রী অনুমান ০২.০০ ঘটিকা হতে একই তারিখ ভোর অনুমান ০৬.০০ ঘটিকার মধ্যে জয়পুরহাট থানাধীন পৌরসভাস্থ সদর রাস্তা সংলগ্ন হানিফ বাস কাউন্টার এর অফিস কক্ষের টিনের চাল ও সিলিং কেটে উপর থেকে কক্ষে অজ্ঞাতনামা চোর প্রবেশ করে কাউন্টারের ভিতরে থাকা ০২টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে  জয়পুরহাট থানার মামলা নং-৩২, তাং- ১৭/১১/২০২১ ইং ধারাঃ ৪৫৭/৩৮০ দঃবিঃ মামলা রুজু করা হয়।   পুলিশ সুপার জয়পুরহাট মহোদয়ের দিক নির্দেশনায় উল্লেখিত মামলার তদন্তে এবং জয়পুরহাট থানার পূর্বে গ্রেফতারকৃত চোরদের ছবিসহ প্রোফাইল বিশ্লেষন করে ০২ জনকে সন্দেহ করা হয় এবং জয়পুরহাট থানা ও সদর পুলিশ ফাঁড়ীর ০২টি টিম দিনাজপুর জেলার হাকিমপুর থানার অফিসার ইনচার্জের সহায়তায় রোস্তম আলী (৫০), পিতা- মৃত হামেদ আলী নামে ০১ (এক) জন  আন্তঃ জেলা চোর দলের সদস্যকে ইং ১৯/১১/২০২১ তারিখ দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় হিলি এলাকা হতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে হিলি ও পাঁচবিবি থানাধীন উত্তর গোপালপুর এলাকা হতে হানিফ কাউন্টারের চুরি হওয়া অবিকৃত অবস্থায় ০২টি চুরিকৃত ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নির্দিষ্ট কোন স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি। সে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকা, গাইবান্ধা জেলার বিভিন্ন থানা এলাকা ও জয়পুরহাট শহরে চুরি করতো মর্মে তার স্বীকারোক্তি মতে জানা যায়। জয়পুরহাট জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশের সার্বক্ষনিক তৎপরতা ও পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এই সংক্রান্তে সকলের সহযোগীতা কামনা করছি।   চুরিকৃত ল্যাপটপ এর বর্ণনা   ১। একটি কালো রংয়ের য/ঢ় ল্যাপটপ, যাহার প্রোডাক নং- N1U87PA#UUF, SN#5CG5381JHZ ২। একটি কালো রংয়ের খবহড়াড় ল্যাপটপ, যাহার মডেল নং- 80FY, S/N NO: PF0962FH







সর্বশেষ সংবাদ
DIG Homepage