জয়পুরহাটে ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি প্রশিক্ষণার্থীদের সংবর্ধনা

অদ্য ২৫-১১-২০২১ খ্রি. বৃহস্পতিবার জয়পুরহাটে ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ১২ জন প্রশিক্ষণার্থী (বিসিএস কর্মকর্তা) জেলা উপজেলায় সংযুক্ত থেকে বিভিন্ন দপ্তর এর কর্মকার্ন্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের নিমিত্ত পুলিশ সুপারের কার্যালয়-এ জেলা পুলিশের ব্যবস্থাপনা পরিদর্শনে অংশ গ্রহন করেন।   প্রশিক্ষণার্থীরা জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা। এ সময় জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা প্রদান করা হয়।   পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন। দেশ ও জাতির কল্যাণে সকলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সকলের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা ব্যক্ত করেন পুলিশ সুপার।   এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জয়পুরহাট।







সর্বশেষ সংবাদ
DIG Homepage