"প্রাপ্তি সংবাদ"

"প্রাপ্তি সংবাদ" পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়কে ওসি চাটমোহর থানা যমজ দুই ভাই হারানোর বিষয়ে ডিজি করার অনুমতি চাইলে তিনি (পুলিশ সুপার) তাৎক্ষণিকভাবে উক্ত বিষয়ে জিডি করে নিখোঁজ যমজ দুই ভাইকে উদ্ধার করার নির্দেশ প্রদান করেন। উক্ত নিখোঁজের বিষয়ে জনৈক মোঃ তফিকুল ইসলাম, পিতা- মৃত হোসেন আলী, সাং- সাড়োরা, থানা- চাটমোহর, জেলা- পাবনা ইং ১৯/১২/২০২১ তাং থানায় আসিয়া জানান যে, তাহার যমজ দুই ছেলে ১। মোঃ ইশান ইসলাম (১৪) ভাদুনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করে এবং ২। তুষান ইসলাম (১৪) বালুচর মাঠের পাশে জনৈক শাহ আলম এর রঙের দোকানে কাজ করে।প্রতিদিনের ন্যায় গত ইং-১৫/১২/২১ তাং উক্ত দোকানে কাজ করার উদ্দেশ্যে বাদীর ২ ছেলে বাড়ি হইতে বাহির হইয়া যায় । পরবর্তীতে তাহার দুই ছেলে আর বাড়িতে ফিরে আসে নাই । তাহাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ। বাদীর উক্ত আবেদন সাধারণ ডায়েরি ভুক্ত করিয়া অফিসার ইনচার্জ, চাটমোহর থানা, পাবনা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এস আই/(নিঃ) মোঃ মঈনুল হোসেন মিলনকে নির্দেশ প্রদান করেন । জনাব সজীব শাহরীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল, পাবনার দিক নির্দেশনায় এবং জনাব মুহম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, চাটমোহর থানার সার্বিক সহযোগিতায় এস আই/(নিঃ) মোঃ মঈনুল হোসেন মিলন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, উক্ত ভিকটিমদ্বয় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে এস আই নিঃ মোঃ মঈনুল হোসেন মিলন সঙ্গীয় ফোর্স সহ ইং- ২৪/১২/২১ তাং ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া যমজ ভিকটিম ১। মোঃ ইশান ইসলাম (১৪), ২। মোঃ তুষান ইসলাম(১৪), উভয় পিতা- মোঃ তৌফিকুল ইসলাম, সাং- সাড়োরা, থানা- চাটমোহর, জেলা- পাবনা-দ্বয়কে হোটেল সিটি প্যালেস হতে উদ্ধার করে চাটমোহর থানায় পৌঁছিয়ে উক্ত যমজ দুই সন্তান কে তাহাদের পিতা মাতার নিকট বুঝিয়ে দেয়। পুলিশ সুপার পাবনা মহোদয়ের তড়িৎ নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় যমজ দুই ভাই কোন চক্রের হাতে পড়ার পূর্বেই চাটমোহর থানা পুলিশ উদ্ধার করে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage