রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও গৃহহীনকে ঘর প্রদান করলেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা

পুনাক, আরএমপি এবং পুনাক, জেলা পুলিশ, রাজশাহী’র উদ্যোগে পুলিশ লাইন্স মাঠ, রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ, তিন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও গৃহহীনকে ঘর প্রদান করলেন কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জনাব জীশান মীর্জা। ৩ জানুয়ারি ২০২২ সকালে পুনাক, আরএমপি এবং পুনাক, জেলা পুলিশ, রাজশাহী’র উদ্যোগে আরএমপি পুলিশ লাইন্সে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, হতদরিদ্র গৃহহীনকে ঘর প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সহধর্মিনী জনাব জীশান মীর্জা, সভানেত্রী, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এসময় প্রধান অতিথি মহোদয় মেধাবী ছাত্র মোস্তাকিম ও রিপন রায়ের শিক্ষা সমাপ্ত না পর্যন্ত প্রতি মাসে তিন হাজার টাকার চেক এবং শরবত বিক্রেতা সাদেকুল ইসলামকে তার শিক্ষা সমাপ্ত না পর্যন্ত প্রতি মাসে এক হাজার দুইশত টাকার মেধাবৃত্তি চেক প্রদান করেন। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী ছেলে, ছেলের বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী ও তাদের দুই সন্তানের মধ্যে বুদ্ধি প্রতিবন্ধী এক সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরের খোলা বারান্দায় অমানবিক জীবন যাপন করা মোছাঃ হানু ওরফে অনু বিবি (৭০) এর হাতে একটি টিনসেড বাড়ীর রেপ্লিকা তুলে দেন। খুব শীঘ্রই এই ঘরের নির্মাণ কাজ সমন্ন হবে। হানু বিবি ও বৃত্তি প্রাপ্তরা তাদের পাশে দাঁড়ানোর জন্য জনাব জীশান মীর্জাকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সহধর্মিনী জনাব লায়লা পারভেজ, সভানেত্রী, পুনাক, আরএমপি, রাজশাহী, রেঞ্জ ডিআইজি, রাজশাহী মহোদয়ের সহধর্মিনী জনাব নূরজাহান আক্তার হীরা, বিভাগীয় সভানেত্রী, পুনাক, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলার পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিনী জনাব জেনিফার রেবেকা, সভানেত্রী, পুনাক, জেলা পুলিশ, রাজশাহী সহ পুনাকের সদস্যবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage