বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন, মাদক ব্যবসায়ী,সন্ত্রাসীদের সংক্রান্তে তথ্য প্রদান, সাঁথিয়া থানা পাবনার পাটগাড়ি বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভ।

পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় বিট পুলিশিং এর মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের সংক্রান্তে তথ্য প্রদান, এলাকার ছোটখাট বিবাদ নিরসনে ব্যবস্থা গ্রহনের নিমিত্তে গত ১১-১-২০২২ খ্রিঃ তারিখে সাথিয়া থানার ৪নং বিট পুলিশিং নাগডেমরা ইউনিয়ন এর উদ্যোাগে , সাঁথিয়া থানা পাবনার পাটগাড়ি বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় জনাব কল্লোল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এবং স্থানীয় জন প্রতিনিধিগণ। এছাড়া এসআই নিঃ ব্রজেশ্বর বর্মন আমিনপুর থানাধীন আহাম্মদ পুর ইউনিয়নের অন্তর্গত দুর্গাপুর চব্বিশ মাইল বাজার স্টান্ডে জমায়েত ভ্যান চালকদের সঙ্গে করোনা ভাইরাস ওমিক্রন প্রতিরোধ কল্পে চালক এবং যাত্রীদের মাক্স ব্যবহার নিশ্চিত কল্পে পরামর্শ প্রদান করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage