চাটমোহর, ফরিদপুর ও ভাংগুড়া থানার হতদরিদ্র পরিবারের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন পুলিশ সুপার, পাবনা মহোদয়

চাটমোহর, ফরিদপুর ও ভাংগুড়া থানার হতদরিদ্র পরিবারের নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন পুলিশ সুপার, পাবনা মহোদয় [০৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি.] “মুজিব শতবর্ষে” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন চাটমোহর, ফরিদপুর ও ভাংগুড়া থানার গৃহ নির্মাণ প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। এসময় পাবনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য পাবনা জেলা সকল থানায় গৃহনির্মান কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage