পাবনা জেলা পুলিশের সহায়তায় ঢাকার খিলগাওয়ে নিজ ঠিকানায় পৌছাল অটিজম আক্রান্ত রাসেল।

পাবনা জেলা পুলিশের সহায়তায় ঢাকার খিলগাওয়ে নিজ ঠিকানায় পৌছাল অটিজম আক্রান্ত রাসেল। এএসআই মাহবুব ভাঁড়ারা ইউপি এলাকায় ডিউটি করা কালীন 999 এর সংবাদ প্রাপ্ত হইয়া একজন অজ্ঞাত নামা বুদ্ধি প্রতিবন্ধীকে থানায় নিয়ে আসেন। এ বিষয়টি পুলিশ সুপার, পাবনা মহোদয় পাবনা জেলা পুলিশ ফেসবুক পেইজ হতে প্রচার করেন। বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বিষয়টি জানতে পেরে পাবনা থানায় আসেন। অজ্ঞাতনামা ব্যক্তির জন্ম সনদ পর্যালোচনায় তার নাম মোঃ রাসেল আকন(১৭), পিতা- মোঃ রেজাউল আকন, মাতা- মোছাঃ শিল্পী বেগম, সাং- দত্তপাড়া খলিফা কান্দি , ডাকঘর- চর দত্তপাড়া, উপজেলা- শিবচর, জেলা- মাদারীপুর বলে নিশ্চিত হওয়া যায়। রাসেলের পিতা- মাতা শান্তিপুর, খিলগাঁও বাসা নং- ২৩৪/৩ এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করেন। রাসেল গত ইং ৩১/০১/২২ তারিখ সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে বাসায় ফিরে না আসলে রাসেলের মাতা খিলগাঁও থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নং- ১৫, তারিখঃ ০১/০২/২২ খ্রি.। আজ সদর থানা কর্তৃক রাসেলকে প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage