হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের জন্য নতুন গাড়ী হস্তান্তর।

হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের জন্য নতুন গাড়ী হস্তান্তর। চাটমোহরে করিমন গাড়ি চুরি করে পালানোর সময় পাবনা জেলার চাটমোহর থানার হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের গাড়ীতে টহলরত পুলিশ কর্তৃক দুই চোর আটকঃ- গত সপ্তাহে হাল্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রিকালীন টহল ও এলাকার আইনশৃংখলা রক্ষায় টহলের জন্য হান্ডিয়াল তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ নুরুজ্জামান এর নিকট একটি টহল পিকআপ হস্তান্তর করেন পুলিশ সুপার পাবনা জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। টহল গাড়ী ব্যবহার করে সুফল পেল হান্ডিয়াল তদন্তকেন্দ্রের টিম। গাড়ি ও দুইটি অটোভ্যানের ব্যাটারি চুরি করে পালানোর সময় পাবনার চাটমোহরের হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ শাকিল আহম্মেদ(২০) ও শাকিল (১৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে চাটমোহর-মান্নান নগর সড়কের হান্ডিয়াল বাজার এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে।আটককৃতরা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলা এলাকার আলম ও আব্দুল করিমের পুত্র । বৃহস্পতিবার দিবাগত রাতে আটককৃত দুইজন দুইটি অটোভ্যানের ব্যাটারি চুরি করে। এ ব্যাটারী দুটি বহন করে অন্যত্র নেওয়ার জন্য তারা একটি করিমন গাড়িও চুরি করে। পরে চুরি কৃত করিমন গাড়িতে করে চোরাই অটোভ্যানের ব্যাটারি নিয়ে মান্নান নগর এালাকার দিকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে হান্ডিয়াল বাজার এলাকায় পৌঁছালে সেখানকার টহলরত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তাদের কথা বার্তায় গড়মিল দেখা দিলে পুলিশ তাদেরকে আটক করেন। পরে উক্ত বিষয়ে বাদী ভ্যান চালক চাটমোহর থানায় অভিযোগ দায়ের করলে চাটমোহর থানার মামলা নং ০৮, তাং ১১/০২/২০২২ ইং,ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage