প্রেস ব্রিফিং আতাইকুলা থানায় অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার।

প্রেস ব্রিফিং আতাইকুলা থানায় অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার। এসআই(নিঃ) শহিদুর রহমান সঙ্গীয় এএসআই মোঃ রোস্তম আলী,এএসআই মোঃ শাহ আলম বেপারী, কং/৬২২ মোঃ আলম,কং/৫৩০ মোঃ উজ্জল,ড্রাই কং/১১৭৪ মোঃ রিয়াদ আতাইকুলা থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানাধীন সোনাপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ কামাল (৪২) এর বসত বাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন ঘরে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ কামাল (৪২) পিতা-মৃত আব্দুল হামিদ প্রাং সাং-সোনাপুর, ২। মোঃ হেলাল উদ্দিন (৪৮) পিতা-মোঃ আলাউদ্দিন,সাং-সড়াডাঙ্গী, ৩। মোঃ সজল (৩০) পিতা-আব্দুল মজিদ শেখ সাং-সড়াডাঙ্গী,সর্ব থানা-আতাইকুলা, ৪। মোঃ মোখলেছুর রহমান (৪৫) পিতা-মোসলেম প্রাং, সাং-একদন্ত বারইপাড়া, থানা-আটঘরিয়া, সর্ব জেলা-পাবনাদের গ্রেফতার পূর্বক ধৃত আসামীদের দখলে থাকা অবৈধ অস্ত্রগুলি,মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন উদ্ধার করেন। এ সংক্রান্তে আতাইকুলা থানার মামলা নং-৮/২০, তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২২; ধারা- ১৯ধ/১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং আতাইকুলা থানার মামলা নং-৯/২১, তারিখ- ১৩ ফেব্রুয়ারি, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্তাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার এর প্রয়োজনীয় নির্দেশনায় আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে এসআই(নিঃ) শহিদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আতাইকুলা থানাধীন সোনাপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ কামাল (৪২) এর বসত বাড়ির দক্ষিণ দুয়ারী শয়ন ঘরে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কামাল (৪২) পিতা-মৃত আব্দুল হামিদ প্রাং সাং-সোনাপুর, ২। মোঃ হেলাল উদ্দিন (৪৮) পিতা-মোঃ আলাউদ্দিন,সাং-সড়াডাঙ্গী, ৩। মোঃ সজল (৩০) পিতা-আব্দুল মজিদ শেখ সাং-সড়াডাঙ্গী,সর্ব থানা-আতাইকুলা, ৪। মোঃ মোখলেছুর রহমান (৪৫) পিতা-মোসলেম প্রাং, সাং-একদন্ত বারইপাড়া, থানা-আটঘরিয়া, সর্ব জেলা-পাবনাদের গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে অবৈধ অস্ত্রগুলি,মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। আসামীর নাম ঠিকানা এবং অপরাধ ইতিহাসঃ ১। মোঃ কামাল (৪২) পিতা-মৃত আব্দুল হামিদ প্রাং সাং-সোনাপুর, ২। মোঃ হেলাল উদ্দিন (৪৮) পিতা-মোঃ আলাউদ্দিন,সাং-সড়াডাঙ্গী, ৩। মোঃ সজল (৩০) পিতা-আব্দুল মজিদ শেখ সাং-সড়াডাঙ্গী,সর্ব থানা-আতাইকুলা, ৪। মোঃ মোখলেছুর রহমান (৪৫) পিতা-মোসলেম প্রাং, সাং-একদন্ত বারইপাড়া, থানা-আটঘরিয়া, সর্ব জেলা-পাবনা। (আসামীদের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র,মাদকসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে।তাদের স্বভাব চরিত্র ভাল ছিল না। (আসামী মোঃ কামাল এবং হেলাল’দ্বয়ের বিরুদ্ধে থানায় গ্রেফতারী পরোয়ানা মূলতবি আছে)। উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ ১।একটি দেশীয় কালো রংয়ের লোহার তৈরী সচল ওয়ান শুটারগান,যাহার ব্যারেল ৯.৭ইঞ্চি লম্বা, বাটসহ লম্বা ১৪ইঞ্চি। ট্রেগার, ফায়ারিং পিন ও স্প্রীং সংযুক্ত। ২। একটি পিস্তুলের গুলি,যাহার পিছনের অংশে ইংরেজীতে 9mm PARA 93| ৩। সর্বমোট ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট। ৪। মাদকদ্রব্য ০২ (দুই) গ্রাম হেরোইন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage