পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত [০৬ মার্চ ২০২২ খ্রি.] গত রবিবার (০৬ মার্চ) সকাল ৮।০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ লাইনস্ মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম পুলিশ সুপার পাবনা। পরবর্তীতে সকাল ১০।০০ ঘটিকায় পুলিশ লাইনস শহীদ এএসআই আবদুল জলিল মিলনায়তনে সম্মানিত পুলিশ সুপার জনাব মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। পুলিশ সুপার বিভিন্ন ইউনিটের সদস্যদের সমসযা সম্পর্কে শোনেন এবং সেগুলো সমাধানকল্পে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান এবং শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগনের সেবায় নিয়োজিত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর বেলা ১২,০০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা চলাকালীন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ অফিসার ও ফোর্সদের নগদ অর্থ পুরস্কৃত করা হয়।উক্ত অপরাধ সভায় ফেব্রুয়ারি/২০২২ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভার মাধ্যমে পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। ফেব্রুয়ারি/২০২২ খ্রিষ্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ শ্রেষ্ঠ সার্কেল অফিসার জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, পাবনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ জালাল উদ্দিন, অফিসার ইনচার্জ, আতাইকুলা থানা, পাবনা। শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক (নি.), ডিআইও-১, ডিএসবি, পাবনা। শ্রেষ্ঠ এসআই(নি.), জনাব মোঃ তহিদুল ইসলাম, এসআই (নি.), পাবনা থানা, পাবনা। শ্রেষ্ঠ বিট অফিসার, জনাব মোঃ রুহুল আমিন, এসআই (নি.), পাবনা থানা, পাবনা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জনাব মোঃ আবু হাসান, সার্জেন্ট, ঈশ্বরদী ট্রাফিক, পাবনা। শ্রেষ্ঠ এএসআই(নি.), জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই (নি.), চাটমোহর থানা, পাবনা। বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে জনাব মোঃ শহিদুর ইসলাম, এসআই(নিঃ), আতাইকুলা থানা, পাবনা। শ্রেষ্ঠ কনস্টেবল জনাব মোঃ হাবিবুর রহমান, ড্রাইভার কনস্টেবল/৭৪৩, জেলা গোয়েন্দা শাখা, পাবনা। বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে জনাব মোঃ সাব্বির হোসেন, কনস্টেবল/১৫৭৪, পুলিশ লাইন্স, পাবনা।







সর্বশেষ সংবাদ
DIG Homepage