জয়পুরহাট জেলার আন্ত জেলা চোর চক্রের মূল হোতাসহ ০৪ জন আসামী গ্রেফতার ও চুরির বিভিন্ন সরঞ্জমাদি উদ্ধারঃ

ইং ১০/০২/২০২২ তারিখ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকা হতে ইং ১১/০২/২০২২ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় জয়পুরহাট থানাধীন ধারকী মন্ডলপাড়া সাকিনস্থ জনৈক মোঃ গোলাম সারোয়ার জনি এর মালিকানাধীন জমিতে স্থাপিত গভীর নলকুপের সেচ পাম্প চালানোর বিদ্যুতিক পিলারে থাকা ১০ কেভি করে মোট ৩ টি ট্রান্সফর্মার পিলার থেকে নামিয়ে ভিতরে থাকা কয়েলের তামার তার অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিযে যায়। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ সংক্রান্তে জয়পুরহাট থানার মামলা নং- ২৪ তাং- ১২/০২/২০২২ খ্রিঃ, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ সানোয়ার হোসেন (২৮), পিতা-মৃত মছির উদ্দিন ,সাং-ধারকি প্রধানপাড়া ,থানা ও জেলা-জয়পুরহাটকে অত্র মামলার ঘটনার জড়িত মর্মে সনাক্ত করা হয়। আসামী সানোয়ার হোসেন আন্ত জেলা ট্রান্সমিটার চোর চক্রের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী। আসামী সানোয়ারসহ তাহার সহযোগী অন্যান্য ট্রান্সফর্মার চোরেরা জয়পুরহাট সদর থানাধীন বম্বু, আমদই ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফর্মার চুরি করে ট্রান্সফর্মারের ভিতরে থাকা কয়েলের তামার তার বিভিন্ন স্থানে বিক্রয় করে। আসামী সানোয়ার উপরোক্ত ঘটনা ঘটানোর পরপরই বগুড়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে পলাতক ছিল। গত ইং ২৯/০৩/২০২২ তারিখ আসামী সানোয়ার জয়পুরহাটে প্রবেশ করলে মামলাটি তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ধারকি এলাকায় অভিযান পরিচালনা করে দিবাগত রাত্রী ০৮.০০ ঘটিকার সময় আসামী মোঃ সানোয়ার হোসেনকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা অনুমান ১০ কেজি কয়েলের তামার তার উদ্ধার করা হয়। আসামী সানোয়ার হোসেন বিজ্ঞ আদালতে নিজেকে অত্র মামলার ট্রান্সমিটার চুরির ঘটনার নিজেকে জড়িত করে স্বীকারোক্তি প্রদান করে এবং সেসহ আরো ০৫ জন ব্যক্তি অত্র ট্রান্সফর্মার চুরির ঘটনার সহিত জড়িত আছে মর্মে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়। আসামীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার বিভিন্ন এলাকা হতে এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান, এসআই(নিঃ) উজ্জল মিয়া, এসআই(নিঃ) মোঃ আনিছুর রহমান এবং জেলা ডিবির এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এসআই(নিঃ) আমিরুল ইসলাম পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে ট্রান্সফর্মার চুরির ঘটনার সহিত জড়িত ১। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মোঃ চৈতুন, সাং-ধারকি বড়াউলপাড়া, ২। মোঃ আব্দুল মোমেন (৩০), পিতা-মোঃ হাফিজ মন্ডল, সাং-ধারকি মন্ডলপাড়া, ৩। মোঃ তাজেল হোসেন (২৮), পিতা-মোঃ তোতা মিয়া, সাং-ধারকি চৌধুরীপাড়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাটগনদেরকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ঘটনার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের লাইলনের দড়ি, কাটার প্লাস ও ০৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। আসামীগণ আন্তঃ জেলা ট্রান্সফর্মার চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীগণদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ইতিপূর্বে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফর্মারের কয়েলের তার চুরি করে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করেছে। আসামী সানোয়ার এর বিরুদ্ধে ০১টি, আসামী সাদ্দাম এর বিরুদ্ধে চুরি, মারামারি মামলাসহ ০৪টি, আসামী তাজেল এর বিরুদ্ধে ০২টি, আসামী মোমেন এর বিরুদ্ধে ০১টি চুরি মামলা রহিয়াছে। এছাড়া পলাতক অজ্ঞাতনামা ০২ জন আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage