বিট পুলিশীং সভা

পুলিশ সুপার পাবনা মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং বিট পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে গত ০১/০৪/ ২০২২ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় বিট নম্বর 12 হেমায়েতপুর ইউনিয়ন এর পক্ষ হতে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে ৯ নম্বর হেমায়েতপুর ইউনিয়নের বিট নম্বর 12 এর অধীনে ওয়ার্ড নম্বর ৯ সাধুপাড়া ঝুটপট্টি প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ রোকনুজ্জামান সরকার অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সার্কেল পাবনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। উক্ত অনুষ্ঠানে ৪০০/৪৫০ লোকজনের সমাগম হয় । স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউ পি সদস্য শাহাদাত হোসেন, পাবনা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাসিমুজ্জামান, চর সাধুপাড়া ঝুটপট্টি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সাধারণ জনগণের বক্তব্য প্রদান অতিথি শ্রবণ করেন। তিনি এলাকার সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে জনগণকে পাশে নিয়ে সমাজের অপরাধ দূর করার বিষয়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। আয়োজনে মোহাম্মদ নাজমুল হক, ইনচার্জ হেমায়েত পুর পুলিশ ফাঁড়ি ও এসআই মোঃ সোলায়মান, বিট অফিসার ১২ নং হেমায়েতপুর বিট পাবনা সদর পাবনা। ধন্যবাদ স্যার।







সর্বশেষ সংবাদ
DIG Homepage