মোহনপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনাকালে সিআর ওয়ারেন্টভুক্ত ০৫ (পাঁচ) জন এবং নারী ও শিশু মামলায় ০২ (দুই) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোহাঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমান এর নেতৃত্বে মোহনপুর থানার অফিসার ও ফোর্স কতৃক ১. সিআর-২৭/২২ (মোহনপুর), ধারা-এন.আই.এ্যাক্ট ১৩৮ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ বজলুর রশিদ(), পিতা-মৃত- আবু সাইদ ,স্থায়ী: গ্রাম- হারিদাগাছি (হরিদাগাছী) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহী, ২. সিআর ০৬/২০(মোহনপুর), ধারা-এনআইএ্যাক্ট ১৩৮ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ শাহীন আলম(), পিতা-মোঃ ইসমাইল হোসেন ,স্থায়ী: গ্রাম- হারিদাগাছি (হরিদাগাছী) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ৩. সিআর-২৯৭/২১ (মোহনপুর), ধারা-যৌতুক নিরোধ আইন ৩ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইব্রাহীম(), পিতা-মৃত-খোদাবক্স ,স্থায়ী: গ্রাম- বেড়াবাড়ী (খামারপাড়া) , উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ৪. সিআর-১৭২/২১(মোহনপুর), ধারা-যৌতুক নিরোধ আইন ৩ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ জয়নাল আবেদীন(), পিতা-মোঃ তোজাম্মেল ,স্থায়ী: গ্রাম- করিশা, উপজেলা/থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, ৫. সিআর-২২/২২ (মোহনপুর). ধারা-এন,এই, এ্যাক্ট ১৩৮ এর সিআর পরোয়ানাভূক্ত আসামী মোঃ শামীম(), পিতা-আব্দুল মান্নান ,স্থায়ী: গ্রাম- লালইচ, উপজেলা/থানা- মোহনপুর, জেলা –রাজশাহী  এবং মোহনপুর থানার ,এফআইআর নং-১/৮০, তারিখ- ০১/০৪/২০২২; ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১১(খ)/৩০ এর ১. মোঃ জিয়ারুল রহমান(৪০), পিতা-মোঃ মুনসুর রহমান, স্থায়ী: গ্রাম- শনখেজুর, থানা- মোহনপুর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, ২. মোঃ মুনসুর রহমান(৬০), পিতা-মৃত নাসের সরদার, স্থায়ী: গ্রাম- শনখেজুর, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীদ্বয়সহ মোট ০৭ (সাত) জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage