মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা

মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা গত ০৫ জুন ,২০২২ সকাল ১০।০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে মাসিক কল্যান সভা ও পরবর্তীতে ১২/০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম,পুলিশ সুপার পাবনা। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন এ সময় জনাব মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রোকনুজ্জমান সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব শেখ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) , জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, জনাব আরজুমা আকতার, সহকারী পুলিশ সুপার, এসএএফ, জনাব সজীব শাহরীন সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেল, জনাব রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, সূজানগর সার্কেল, পাবনা জেলার সকল থানার অফিসার ইনচার্জ গন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পাবনা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, পাবনা , কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই পাবনা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । সভায় গত মে মাসে পাবনা জেলার সকল থানার ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিস্পত্তি সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার পাবনা। এছাড়া উপস্থিত সকলকে জনগনের পাশে দাড়িয়ে তাদেরকে ন্যায়বিচার প্রদানে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য আহবান জানান তিনি। সভার শুরুতে গত মাসে বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ১৪ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার পাবনা। মে/২০২২ খ্রিষ্টাব্দ মাসের পুরস্কার প্রাপ্তদের তালিকাঃ শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, আমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ, পাবনা থানা, পাবনা। মামলা নিষ্পত্তি, ০৩টি মোটরসাইকেল উদ্ধার, 1465 পিস ইয়াবা, ০১টি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি, ০১টি ম্যাগজিন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ আতাউর রহমান খন্দকার, ওসি ডিবি, পাবনা। শ্রেষ্ঠ এসআই(নি.), মোঃ নুরুন নবী, এসআই(নি.), ঈশ্বরদী থানা, পাবনা। সড়ক দুর্ঘটনার মাধ্যমে খুনের পরিকল্পনাকারী আসামীকে গ্রেফতার করতঃ আইন-শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ সুমন আহমেদ, এসআই (নিঃ), আমিনপুর থানা, পাবনা। 19 কেজি গাঁজা উদ্ধার, মামলা নিষ্পত্তি ০৪টি, জিআর-১টি, সাজা জিআর-১টি, ওয়ারেন্ট তামিল করতঃ আইন-শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ মাসুদ রানা, এসআই(নিঃ), পাবনা থানা, পাবনা। 6 লক্ষ পিচ নকল বিড়ি উদ্ধার করতঃ আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ আব্দুল্লাহ আল-ইসলাম, এসআই(নিঃ), আতাইকুলা থানা, পাবনা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার শ্যামলাল এক্কা, সার্জেন্ট, সদর ট্রাফিক, পাবনা। জিডি মূলে মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ আহসান হাবীব, এসআই(নিঃ), পুলিশ অফিস, পাবনা। শ্রেষ্ঠ এএসআই(নি.), মোঃ রবিউল ইসলাম, এএসআই (নি.), পাবনা থানা, পাবনা। শ্রেষ্ঠ ডিএসবি অফিসার, মোঃ এখলাছুর রহমান, এএসআই(নি.), ডিএসবি, পাবনা। ইয়াবা 375 পিচ উদ্ধার এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করতঃ আইন-শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ হাবিবুর রহমান, কনস্টেবল/৭৪৩, ডিবি, পাবনা। অসুস্থ পাগল ব্যক্তিকে চিকিৎসা সেবা প্রদান করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন, কনস্টেবল/৯৮৯, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী থানা, পাবনা। অপরাধ শাখা হতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি অফিসে মাসিক স্টেটমেন্ট প্রেরণ, পুলিশ অফিসে মাসিক অপরাধ সভা, জেলা মনিটরিং সেল সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশেষ পুরস্কার পেয়েছেন মোঃ আকবর আলী, রিডার সহকারী, পুলিশ অফিস, পাবনা।







সর্বশেষ সংবাদ
DIG Homepage