""""বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে""""

""""বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"""" এই মহান পংক্তিটির মর্মার্থ সবাই যদি মেনে চলতো তাহলে পাষণ্ড পিতা কি পারতো মাত্র ৯ মাস বয়সের ছেলে বাচ্চাকে তার মায়ের নিকট থেকে আলাদা রাখতে। মায়ের বিরুদ্ধে অভিযোগ হইলো মা তার ৯ মাসের ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে গেছে। বাবার বাড়ি থেকে ফিরে আসার কথা ছিল সকালবেলা কিন্তু সকালে বৃষ্টি হওয়ার কারনে আসতে না পেরে বিকালবেলা কেন আসছে? সেই অভিযোগে শিশুটির পাষণ্ড পিতা শিশুটিকে তার মায়ের নিকট থেকে কেড়ে নিয়ে তার মাকে হুমকি-ধামকি দিয়ে এক প্রকার জোর করে তার বাবার বাড়িতে পাঠায় দেয়। এভাবে দেড় দিন অতিবাহিত হওয়ার পর মা নিরুপায় হয়ে ঈশ্বরদী থানা পুলিশের দ্বারস্থ হয়। অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা, এস আই আতিকুল ইসলাম(রুপপুর পুলিশ ফাঁড়ী) কে দায়িত্ব দিলে দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেয়। মানুষের মুখে হাসি ফোটানো এই ছোট ছোট প্রাপ্তি গুলোই আমাদের চাকরির স্বার্থকতা।।







সর্বশেষ সংবাদ
DIG Homepage