জয়পুরহাট জেলায় মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন এবং অবৈধ কিডনি পাচার চক্রের প্রতারণার শিকার কিডনি দাতাদের আর্থিক সহায়তা প্রদান এবং সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

২২-০৬-২০২২ খ্রিঃ বুধবার জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়ের সভাপতিত্বে জয়পুরহাট জেলার সার্কিট হাউস মাঠে জয়পুরহাট জেলায় ১০০ জন মাদক ব্যবসায়ীর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন এবং অবৈধ কিডনি পাচার চক্রের প্রতারণার শিকার ১৫ জন অসহায়, দুস্থ ও অসুস্থ কিডনি দাতাদের আর্থিক সহায়তা প্রদান এবং সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড: সামছুল আলম দুদু, মাননীয় সংসদ সদস্য, জয়পুরহাট-১ ও সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। উক্ত অনুষ্ঠানের সভাপতি ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় তার বক্তব্যে বলেন, আপনারা আপনাদের সমাজে যদি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেন তাহলে সন্ত্রাস ও মাদক থাকবে না। আমরা পিতা মাতারা যদি আমাদের সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে হবে। আমাদের সন্তান মাদক সেবন করছে কিনা বা কার সাথে চলাফেরা করছে, কু-পথে পরিচালিত হচ্ছে কিনা এইটা দেখা আমাদের পিতা মাতার দায়িত্ব। মাদকের সাথে যেই জড়িত থাকবে আমরা কাউকে ছাড় দেব না। বাংলাদেশ পুলিশ, আমরা সবাই আপনাদের সেবায় নিয়োজিত। আমরা চাই আপনারা সামাজিক মাধ্যমে কোনো গুজবে কান দিবেন না। সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করে। যদি কেউ কোনো ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তাহলে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আইনগত ব্যবস্থা নেব। দয়া করে গুজবকে প্রশ্রয় দিবেন না এবং আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দিবেন না।







সর্বশেষ সংবাদ
DIG Homepage