ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের রাজশাহী জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে (০৩ অক্টোবর, ২০২২ খ্রিঃ) রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় রাজশাহী জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দসহ সাধারন জনগনের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন । এছাড়া রাজশাহীর বাঘা থানাধীন নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কর্তৃক শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে দুর্গাপূজার উৎসব পালনের আহবান জানান ও শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন বলে জানান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব জি এস এম জাফরউল্লাহ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব বাবু রথীন্দ্র নাথ দত্ত, রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল, রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম( বার) উপস্থিত ছিলেন ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage