চোরাই মোবাইল ফোন উদ্ধার

পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী এঁর নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃ জিন্নাত সরকার এর নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল গত ইং ১৩/১০/২০২২ তারিখ রাত ২০.৫০ ঘটিকা সময় পাবনা জেলার সদর থানাধীন দোগাছী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড এর চর আশুতোষপুর বাজারস্থ দেওয়ান সুপার মার্কেট-এ সোহান টেলিকম নামক দোকানে অভিযান পরিচালনা করে দোকানের মালিক মোঃ সোহানুর রহমান সোহান(২৫), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-চর আশুতোষপুর, থানা ও জেলা-পাবনাকে ধৃত করে এবং তার নিকট হতে চোরাই ১. ০১টি কালো রংয়ের পুরাতন Realme C25 মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 869694051062594 এবং 869694051062586, ২. ০১টি কালো রংয়ের পুরাতন Redmi 10 2022 মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 860406055536500 এবং 860406055536518, ৩. ০১টি আকাশী কমলা রংয়ের পুরাতন TECNO SPARK 8Pro মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 357916220364026 এবং 357916220364034, ৪. ০১টি সবুজ রংয়ের পুরাতন Itel A48 মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 351686400946282 এবং 351686400946290, ৫. ০১টি কালো রংয়ের পুরাতন Vivo Y20G মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 861829057151698 এবং 861829057151680, ৬. ০১টি নীল রংয়ের পুরাতন Mi A3 মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 862541043636711 এবং 862541043636729, ৭. ০১টি নীল রংয়ের পুরাতন itel L6005 মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট যাহার IMEI No 354101110387964 এবং 354101110387972। উদ্ধার করে। এ সংক্রান্তে পাবনা সদর থানায় আইননুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। উদ্ধারকৃত মোবাইল ফোনের প্রকৃত মালিকদের উপযুক্ত প্রমানাদি সহ জেলা গোয়েন্দা শাখা, পাবনায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।







সর্বশেষ সংবাদ
DIG Homepage