সাঁথিয়া থানা, পাবনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চোর চক্রের ০৪ (চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার।

সাঁথিয়া থানা, পাবনার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চোরাইকৃত টিভি,সাউন্ড সিস্টেম, পানির পাম্প এবং অন্যান্য চুরি যাওয়া গ্যাসের সিলিন্ডার, গ্যাসের চুলা উদ্ধার সহ চোর চক্রের ০৪ (চার) জন সক্রিয় সদস্য গ্রেফতার। ঘটনাঃ গত ইং ১৯/১২/২০২২ তারিখ রাত্রি অনুমান ০৯.৩০ ঘটিকার পর হইতে ইং ২০/১২/২০২২ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলার জানালার গ্রিল ও তৃতীয় তলার দরজার তালা কেটে রুমের মধ্যে প্রবেশ করে ১২ ভোল্টের ব্যাটারী ০৪ টি,১ হর্সের পানির পাম্প ০১টি,০১টি ৪২ ইঞ্চি এল.ই.ডি টিভি, ০১টি মাইক্রোল্যাব সাইন্ড সিস্টেম চুরি করিয়া নিয়া যায়। এই চুরির ঘটনায় পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী, মহোদয়ের নির্দেশে সাঁথিয়া থানায় একটি চুরি মামলা রুজু হয় যার সাঁথিয়া থানার মামলা নং-২৩, তাং-২২/১২/২০২২ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড। উক্ত মালামাল চুরির ঘটনার পর হতে পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী, মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার, (বেড়া সার্কেল) জনাব কল্লোল কুমার দত্ত এর তত্ত্বাবধানে মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা এবং কমল কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত),সাঁথিয়া থানাদ্বয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/মোঃ ইয়ামিন আলী, সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ একরামুল হক ও অন্যান্য অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত চুরির ঘটনায় সরাসরি জড়িত আসামী ১। মোঃ আশিক (২৩), পিতা-মোঃ ওমর আলী ,গ্রাম- স্যানাল পাড়া,থানা- বেড়া, জেলা-পাবনা ও ২। মোঃ হারুন(২৮), পিতা-মোঃ আফসার মোল্লা , গ্রাম- করমজা (সরদারপাড়া) , থানা- সাঁথিয়া, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া উক্ত ঘটনায় চুরি যাওয়া নিম্ন বর্ণিত আলামতসহ আরও অন্যান্য ঘটনায় চুরি হওয়া আলামত উদ্ধারসহ চোর চক্রের অপর সদস্য ৩।মোঃ শাহজাহান আলী(৪৫), পিতা-মৃত তফিজ উদ্দিন ,গ্রাম- তলট, থানা- সাঁথিয়া, জেলা-পাবনা এবং ৪। মোঃ জুয়েল আহম্মদ(৪০), পিতা-মৃত আঃ লতিফ , গ্রাম- জোড়দহ (বাঙ্গাবাড়ীয়া) , থানা- বেড়া, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহের বর্ণনাঃ- ১. চোরাইকৃত টিভি ০২ (দুই) টি। ২.সাউন্ড সিস্টেম ০২ টি। ৩.পানির পাম্প ০২ টি। ৪.গ্যাসের সিলিন্ডার ০১ টি। ৫.গ্যাসের চুলা ০১ টি। অভিযানে মোট গ্রেফতারকৃত আসামী ০৪ জন। আসামীদের নাম ঠিকানা ও অপরাধ চিত্রঃ ১। মোঃ আশিক (২৩), পিতা-মোঃ ওমর আলী ,গ্রাম- স্যানাল পাড়া,থানা- বেড়া, জেলা-পাবনা এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে। ২। মোঃ হারুন(২৮), পিতা-মোঃ আফসার মোল্লা , গ্রাম- করমজা (সরদারপাড়া) , থানা- সাঁথিয়া, জেলা-পাবনা এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage