আমিনপুর থানাধীন শ্যামপুর টাটি এলাকায় আলোচিত চুরির রহস্য উৎঘাটন এবং চোর চক্রের ৫ জন সদস্য চোরাইকৃত অর্থ ও স্বর্ন সহ গ্রেফতার।

আমিনপুর থানাধীন শ্যামপুর টাটি এলাকায় আলোচিত চুরির রহস্য উৎঘাটন এবং চোর চক্রের ৫ জন সদস্য চোরাইকৃত অর্থ ও স্বর্ন সহ গ্রেফতার। ঘটনাঃ গত ইং ০২/০১/২০২৩ তারিখ মোছাঃ মাহমুদা আক্তার, স্বামী মোঃ সবুস উদ্দিন খান, সাং-শ্যামপুর টাটিপাড়া, থানা-আমিনপুর, জেলা-পাবনা এর বসত বাড়ীর শয়ন ঘর হইতে অজ্ঞাতনামা চোর/চোরেরা কৌশলে প্রবেশ করিয়া কাঠের আলমারীর তালা ভাঙ্গীয়া অনুমানিক ২০(বিশ) ভড়ি স্বর্ণ ও নগদ ২৫,০০০০০/-(পঁচিশ লক্ষ) টাকা চুরি করিয়া নিয়ে যায়। উক্ত ঘটনার পরিপেক্ষিতে আমিনপুর থানায় একটি চুরি মামলা রজু হয়। যার মামলা নং-০৪, তারিখ-০৪/০১/২০২৩ইং, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০। পাবনা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী মহোদয়ের নির্দেশে অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ডিবি পাবনা ও আমিনপুর থানার একটি চৌকশ টিম উক্ত অভিনব কায়দায় চুরি সংগঠনের রহস্য উৎঘাটনের জন্য আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী ১. মোঃ সেন্টু খান (৩৫), পিতা-মোঃ আলিমউদ্দিন খান, সাং-শ্যামপুর টাটি, থানা-আমিনপুর। ২। মোঃ সুজন মিয়া (৩৫), পিতা-মোঃ ওহাব মিয়া, সাং-আহম্মদ পুর উত্তরপাড়া, থানা-আমিনপুর। ৩। মোঃ রাতুল খান (১৭), পিতা-মোঃ আলম খান, সাং-দয়ারামপুর, থানা-আমিনপুর। ৪। মো: নাহিদ খান (২৫), পিতা- আমজাদ খান, সাং- আমিনপুর এবং ৫। মো: রশদ প্রামানিক @ রইস্যা (৫৫), সাং- টাটি পাড়া, আমিনপুর দের গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের নিকট হতে উক্ত ঘটনায় চুরি হওয়া নিম্নবর্নিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ ১. নগদ ১৩,৮৪,০০০/-(তের লক্ষ পঁচাশি হাজার) টাকা। ২. ০১(এক) ভরি স্বর্ণালংকার। ৩. আসামীদের ব্যবহৃত মোবাইল ফোন ৪ টি। এখানে উল্লেখ্য যে, ধৃত আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে চুরির ঘটনাটি অভিনব কায়দায় সংগঠন করেছে। ধৃত আসামী মোঃ সেন্টু খান বাদীনির স্বামীর আপন চাচাতো ভাই। দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবে সেন্টু খান সহ তার ভাড়াকৃত অপর সহযোগী চোরেরা পরস্পর মিলে রাতের বেলায় ভবনের দেওয়ালে বাঁশের সাহায্যে উপর উঠে এবং বাদীনির শয়ন ঘরের তালা ভেংগে তার ভিতর থাকা কাঠের আলমারী ভেঙ্গে উক্ত চুরি সংগঠন করে। ৫ জন আসামীর মধ্যে ৪ জনই নিজেকে ঘটনার সাথে জড়িয়ে বিজ্ঞ আদালতে দ্বোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage