মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব মোঃ আকবর আলী মুনসী মহাদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মাসুদ আলমএবং অফিসার ইনচার্জ, ঈশ্বরদীর তদারকিতে পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম, আইসি, পাকশি পুলিশ ফাঁড়ি ঈশ্বরদী পাবনা সংগীয় এস আই মোতালেব হোসেন ও ফোর্স সহ গত ইং 04/03/2023 তারিখ দুপুর 02.30 ঘটিকায় বাঘইল হাজী পাড়া হইতে আসামী ১। মোঃ কামরুজ্জামান (28), পিতা-মৃত সুলতান ২। মোঃ তারেক (30), পিতা- মোঃ ইদ্রিস আলী, উভয় গ্রাম-আশরাফপুর ৪। মোঃ টুটুল (37), পিতা- মৃত আকবর মন্ডল, গ্রাম-খানপুর বাজার, সর্ব থানা-বাঘা, জেলা রাজশাহীগনকে 1000 (এক হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।