জনাব মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার পাবনা, দিক নির্দেশনায় হারানো মোবাইল উদ্ধার, বিকাশে সংক্রান্ত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

গত ২৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ জনাব মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার, পাবনা মহোদয় ও জনাব মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, পাবনা মহোদয়দ্বয়ের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আহসান হাবীব, এলআইসি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, পাবনার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় নিম্নোক্ত ব্যক্তিবর্গের বিভিন্ন সময়ে হারানো মোবাইল উদ্ধার, বিকাশে সংক্রান্ত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। মোবাইল উদ্ধারঃ ১। পাবনা থানার জিডি নম্বর-২০৬, তারিখ-০৩/০৮/২০২২ খ্রিঃ মূলে রাতুল, পিতা-মোঃ আলী, থানা ও জেলা-পাবনা এর tecno. ২। পাবনা থানার জিডি নম্বর-১৮৮৮, তারিখ-২৫/০১/২০২৩ খ্রিঃ মূলে মহুয়া খাতুন, পাবনা সদর এর Realme ৩। পাবনা থানার জিডি নম্বর-১৫৯০, তারিখ-২২/০২/২০২৩ খ্রিঃ মূলেমোঃ সামসুল আলম, সুজানগর থানা, পাবনা এর Symphony ৪। পাবনা থানার জিডি নম্বর-১১০, তারিখ-০২/০১/২০২৩ খ্রিঃ মূলে মোঃ মিজানুর রহমান, পাবনা সদর থানা, পাবনা এর samsung galaxy ৫। পাবনা থানার জিডি নম্বর-৯৩৯, তারিখ-১৩/০৮/২০২২ খ্রিঃ মূলেমোঃ সাগর পরামানিক, পাবনা থানা এর realme c25 ৬। পাবনা থানার জিডি নম্বর-২৫৪, তারিখ-০৪/১২/২০২২ খ্রিঃ মূলে মোঃ খাদিমুল ইসলাম, পাবনা থানা, এর galaxy mo2 ৭। পাবনা থানার জিডি নাম্বার- ১১৫০, তারিখ১৯/০৭/২০২২ খ্রিঃ মূলে মোহাম্মদ আহমেদ, পাবনা থানা, এর m31 ৮। আমিনপুর থানা জিডি নাম্বার-১৪৩৬, তারিখ-৩০/০১/২০২৩ খ্রিঃ মূলে মোঃ নুরুল ইসলাম,আমিনপুর থানা, পাবনা এর Redmi 9. বিকাশ সংক্রান্তঃ ১। আতাইকুলা থানার জিডি নম্বর-১১২৩, তারিখ-২৬/০৭/২০২২ খ্রিঃ মূলে মোঃ শহিদুল ইসলাম, পিতা-মৃত রুহুল কুদ্দুস, থানা-আতাইকুলা, জেলা-পাবনা এর ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার ২। পাবনা থানার জিডি নম্বর-১৪৩৬, তারিখ-২০/১১/২০২২ খ্রিঃ মূলে মোঃ আব্দুল আলিম, পিতা- আলাউদ্দিন সরকার, থানা-পাবনা সদর, এর ৮,১৭০/-(আট হাজার একশত সত্তর) টাকা উদ্ধার







সর্বশেষ সংবাদ
DIG Homepage