নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হারিয়ে যাওয়ার দীর্ঘ ০৯ মাস পর অবশেষে নিজ বাড়িতে ফিরে যাচ্ছেন মোঃ মুজাফ্ফর (৫৬)

মাননীয় পুলিশ সুপার সিরাজগঞ্জ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল মহোদয়ের সু-দক্ষ পরিচালনায় জনাব মোঃ নজরুল ইসলাম মৃধা, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ তাঁর দক্ষতা ও যোগ্যতার আরো একবার প্রমাণ রাখতে সক্ষম হলেন; এমন সফলতার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গত ২৮ মে রাত্রীতে জনাব নজরুল ইসলাম মৃধা, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা, সিরাজগঞ্জ এর কাছে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রাম থেকে জনৈক সবুজ হোসেন ফোন করে বলেন যে উল্টাডাব বাজারে একজন বড় বৃদ্ধ ব্যক্তিকে পাওয়া গিয়েছে, যিনি নাম ঠিকানা কিছুই বলতে পারেনা, তার কাছে বেশ কিছু টাকা পয়সা রয়েছে। এরপর অফিসার ইনচার্জ জনাব নজরুল ইসলাম মৃধা উক্ত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের জানান (তন্মধ্যে Public Concept এর অ্যাডমিন সাংবাদিক মির্জা হুমায়ুন এর ভূমিকা অন্যতম) এবং বিভিন্ন আইডিতে ও থানায় হারিয়ে যাওয়া মুজাফফরের ছবি পোস্ট করেন। মোজাফফরের পুত্র হোসেন আলী উক্ত সংবাদ পেয়ে ২৯ তারিখ রাত্রীতে শাহজাদপুর থানায় আসেন এবং মোজাফফরের স্মার্ট কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করেন। হারিয়ে যাওয়া বাবাকে পেয়ে বাবা ও ছেলে দুইজন আবেগে আপ্লুত হয়ে যান। মোজাফফর এর কাছে থাকা পুটলি তার ছেলে ও গণমাধ্যম কর্মীদের সামনে খুলে দেখা যায় পুটলির মধ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার পরিমাণ টাকা রয়েছে যা এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা ২০ টাকা বিভিন্ন ধরনের খুচরা পয়সা এবং নোট। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জের একান্ত প্রচেষ্টায় দীর্ঘ ৯ মাস পরিবার থেকে হারিয়ে যাওয়া মুজাফফরকে তার সন্তানের কাছে তুলে দিয়ে বাড়িতে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়। মুজাফফরের পুরো নাম ও ঠিকানা হলোঃ মোঃ মুজাফ্ফর হোসেন, পিতা-আহম্মদ আলী, মাতা-আমেনা, গ্রাম-বড় গুন্দইল, ডাকঘর-বালিয়াচান্দা, থানা-পোরশা, জেলা-নওগাঁ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage