আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যানজটমুক্ত, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ডিআইজি রাজশাহী রেঞ্জ মহোদয়ের প্রেস ব্রিফিং

আজ রবিবার (২৫ জুন) সিরাজগঞ্জ হাটিকুমরুল গোলচত্বরে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যানজটমুক্ত, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়। প্রধান অতিথি মহোদয় সম্মানিত নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত সহযোগিতায় উত্তরবঙ্গগামী বাড়ি ফেরা সম্মানিত নাগরিকদের একটি নির্বিঘ্ন, নিরাপদ ও যানজটমুক্ত ঈদ যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা পুলিশ, সিরাজগঞ্জ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage