জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিল ও ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

[১২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ] সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ ইব্রাহিম, এসআই(নিঃ)/মোঃ ফজলে মাসুদ এবং ডিবির চৌকস অফিসার ও ফোর্সসহ সলংগা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১২/০৯/২০২৩ খ্রিঃ ভোর ০৪.৩০ ঘটিকার সময় সলংগা থানাধীন ঢাকা টু রাজশাহীগামী মহাসড়ক সংলগ্ন ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফাঁকা জায়গায় আসামী ১। মোঃ হাবিব(২৮), পিতা-মোঃ কবির, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-যাত্রাপুর পশ্চিমপাড়া, থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ ২। মোঃ লাল@শাহাবুর(২২), পিতা-মৃত সাইদুর রহমান, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-জামিরা মধ্যপাড়া, থানা-বেলপুকুর, জেলা-রাজশাহীদ্বয়কে ধৃত করা হয় এবং ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে জব্দকৃত সর্বমোট (১৫০+১৫০)=৩০০(তিনশত) বোতল নেশা জাতীয় ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১(এক)টি হলুদ রংয়ের বড় ট্রাক উদ্ধার করেন। এছাড়াও পৃথক আরো একটি অভিযানে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ গত ১১/০৯/২০২৩ খ্রিঃ ১৪.৩০ ঘটিকার সময় সলংগা থানাধীন নলকা ইউনিয়নের অন্তগত নলকা মোড়স্থ পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ জিন্নাহ ফকির (৪৫), পিতা-মৃত শাহেদ আলী ফকির, মাতা-মৃত সূর্য বেগম, সাং-নলকা ঝাকড়ী, ২। মোঃ সাখাওয়াত হোসেন (৪০), পিতা-মোঃ গনি শেখ, মাতা-মোছাঃ সখিনা খাতুন, সাং-নলকা মধ্যপাড়া, উভয় থানা-সলঙ্গা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়কে ধৃত করা হয় এবং ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে জব্দকৃত (৪৬০+৪০)=৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট ও পলাতক ০৩নং আসামীর ঘটনাস্থলে ফেলে যাওয়া ২০০ (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (৪৬০+৪০+২০০)=৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage