৩১ মার্চ ২০২৪ খ্রি. (রবিবার) দুপুর ০২.০০ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের এঁর পক্ষে সিরাজগঞ্জ জেলা পুলিশ পরিবারের ১৩ জন কৃতি শিক্ষার্থীকে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’ সালের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সামিউল আলম, বিপিএম মহোদয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। শুধু পাঠ্য-পুস্তকের মধ্যে নিজেদের জ্ঞান সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশকে ভালবাসতে হবে। দেশ সম্পর্কে জানতে হবে। দেশের ইতিহাস জানতে হবে। এই বৃত্তি প্রদান অনুষ্ঠান আমাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে আরো অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছে। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।