বগুড়ায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান করিয়া আসামী গ্রেফতার

ফুলবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম।  ১৯ অক্টোবর২০১৯ সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের হলেন-গ্রেফতারকৃতরা   আসামী (১) রাজাপুরে রাসেল সরকার (৩০),  (২) হটিলাপুরের ফিরোজ মিয়া (৩০), (৩) ফুলবাড়ির নাহিদ সরকার (২২) এবং (৪) মানিক চকের রাকিব (২২)। জানা গেছে, দীর্ঘদিন যাবত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। এর আগে নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধে এই এলাকায় খুনের ঘটনাও ঘটেছে। বালু উত্তোলনের ফলে নদী গর্ভে সৃষ্ট খাদের পানিতে ডুবে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এরপরও বন্ধ করা যায়নি বালু দস্যুদের কার্যক্রম।একই সঙ্গে বালু উত্তোলনের শ্যালো মেশিনসহ অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলেই আগুন দিয়ে পোড়ানো হয়। অভিযানে গ্রেফতারকৃত তিন সহ পলাতক নামে থানায় মামলা করা হয়েছে।’ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে  পুলিশ বাদী  একটি রুজু করা হয়।





সর্বশেষ সংবাদ
DIG Homepage