বিশেষ অভিযানে বগুড়া সদর থানায় দুইটি মোটর সাইকেলসহ চোর গ্রেফাতার

বগুড়া সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ি এর এসআই (নিঃ)/মোঃ আব্দুল গফুর, উপশহর পুলিশ ফাঁড়ী, সদর থানা, বগুড়া সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ) এরশাদ আলী, এটিএসআই/৪২ মোঃ আব্দুর রহমান, কং/৯৯৭ মোঃ আব্দুল কাশেম, কং/৮৮৭ মোঃ আলতাফ হোসেন, কং/৯৫৬ মোঃ মোর্শেদ আলম, কং/৬১৪ মোঃ এনামুল হক সকলেই উপশহর পুলিশ ফাঁড়ী, বগুড়া এবং ধৃত আসামী ১। মোঃ সাদিকুল ইসলাম (৩৫) পিতা মৃতঃ- আহম্মদ আলী @ বুদা, সাং-সাতুয়া দামপাড়া, থানা শিবগঞ্জ, জেলা বগুড়া ও তাহার দখল হইতে চোরাই উদ্ধারকৃত পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে চোরাইমাল  (মোটর সাইকেল ) অভ্যাসগত ভাবে ক্রয়-বিক্রয় করার অপরাধ।  উদ্ধার ১। একটি লাল রং এর Apache RTR 150CCমোটর সাইকেল যাহার চেসিস নং MD624HC1XD2D26488 ইঞ্জিন নং-নাই, মুল্য অনুমান ১,৬৫,০০০/- টাকা এবং একটি কালো লাল রং এর pulsar-150cc মোটর সাইকেল যাহার চেসিস নং-MD2DHSHZZ CP64572 ইঞ্জিন নং- DHGDSC61793 মুল্য অনুমান ১,৭৫,০০০/- টাকা সহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার করেন যে, উপশহর পুলিশ ফাঁড়ী বগুড়ার জিডি নং-১৯৪, তারিখ-১৮/১০/১৯ ইং মুলে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৮/১০/১৯ তারিখ রাত্রী ২২.০৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন নামুজা ইউনিয়নের ট্যাংরা বাজারে অবস্থান করা কালে গোপন সংবাদে জানিতে পারেন যে, বগুড়া সদর থানাধীন নামুজা বাজারস্থ নামুজা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কয়েকজন ব্যাক্তি চোরাই মোটরসাইকেল হেফাজতে নিয়া ক্রয়-বিক্রয় করিতেছে। বাদী  উক্ত সংবাদের ভিত্তিতে উল্লেখিত সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ১৮/১০/১৯ তারিখ রাত্রী ২২.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীগণ দৌড় দিয়া পালানোর চেষ্টা কালে উপস্থিত সঙ্গীয় ফোর্সদের সহায়তায় আসামী মোঃ সাদিকুল ইসলামকে ধৃত করিতে সক্ষম হই ঘটনাস্থল হইতে আরো ৫/৬ জন আসামী দিক বেদিক অন্ধকারের মধ্যে পালাইয়া যায়। তখন উপস্থিত সাক্ষীগনের সম্মুখে ধৃত আসামী ১। মোঃ সাদিকুল ইসলাম এর হেফাজতে থাকা বর্ণিত মোটর সাইকেল পাইয়া ইং ১৮/১০/১৯ তারিখ রাত্রী ২২.৪৫ ঘটিকার সময় উদ্ধার পূর্বক পর্যাপ্ত আলাতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী পলাতক আসামীর নাম ২। শাহ আলম (৩৫)৩। মাহবুল আলম (৩০),৪। জাহাঙ্গীর @ নয়ন (৪৩),আরো অজ্ঞাতনামা ২/৩ জন বলিয়া জানায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে  পুলিশ বাদী মামলা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage