২০০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজাসহ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০৩ জন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২৭/০৪/২০২৪ খ্রিঃ ০৬.২০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন কালিয়া হরিপুর ইউনিয়নের অন্তর্গত কাশিয়াহাটা বাজারস্থ মেসার্স হোসাইন বস্ত্রালয় এর সামনে পাকা রাস্তার উপর হতে ১। আব্দুল্লাহ@আঃ আলিম@জামাই(৩৯), পিতা-মৃত আহম্মেদ ছাফা, মাতা-মোছাঃ মঞ্জুরা বেগম, সাং-নলদিয়া (কারী আহম্মদ উল্লার বাড়ী), থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম এর হেফাজত হতে ২০০(দুইশত) বোতল ফেন্সিডিল, ২। মোঃ আঃ লতিফ শেখ(৫১), পিতা-মৃত মাজেম আলী শেখ, মাতা-মোছাঃ সাহের বানু এবং ৩। মোঃ আজিজুল আকন্দ(৪৫), পিতা-মোঃ আজাহার আলী আকন্দ, মাতা-মোছাঃ আকলিমা খাতুন, উভয় সাং-কর্ণসূতী, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত ০১নং আসামী আব্দুল্লাহ@আঃ আলিম@জামাই(৩৯) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা এবং ধৃত ০২ নং আসামী মোঃ আঃ লতিফ শেখ(৫১) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage