বগুড়া জেলায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন ৭৬ পুলিশ সদস্য

বগুড়া জেলায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেলেন ৭৬ পুলিশ সদস্য। শনিবার (১৯ অক্টোবর) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাদেরকে পুরস্কৃত করা হয়। বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে শনিবার দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা, অস্ত্র ও মাদক উদ্ধার, চৌকস কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেয়া হয়। এর মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অবদান রাখায় ১৪ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। আইনশৃঙ্খলাসহ বিভিন্ন ভালো কাজের মূল্যায়ন হিসেবে আরও ১৪ জন, বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন, ৬ জনকে বিশেষ পুরস্কার এবং ২৯ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। পুলিশ সুপার প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের পাশাপাশি যেকোনো মন্দ কাজের জন্য কঠোর শাস্তি প্রদান এবং ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করার বিষয়টি পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেন। প্রতি মাসের ভালো কাজের মূল্যায়ন করায় আইনশৃঙ্খলার উন্নতি ছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধার বেড়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage