"পাবনা জেলা পুনাক কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন" গত ২১ ফেব্রুয়ারি ২০২৫। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), পাবনা জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পাবনা জেলা পুনাকের সম্মানিত সভানেত্রী জনাব শারমিন আক্তার চৈতি মহোদয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ তাহমিনা মুক্তা, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ও সহ-সভানেত্রী পুনাক, পাবনা; জনাব আরজুমা আক্তার , সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল), পাবনা মহোদয়সহ পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যগণ।