মোহনপুরে ১৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন গাঁজা ব্যবসায়ী ও গাঁজা সেবন করা ০২ জন গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, মোহনপুর থানা এর নেতৃত্বে মোহনপুর থানা এলাকা হইতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আফজাল হোসেন @ শরীফ (৩৫) পিতা- মৃত ময়েজ মন্ডল @ ক্যাকারু সাং- ঘাসিগ্রাম উত্তরপাড়া ২। মোঃ এমদাদুল হক @ মাহাবুব (৪৭) পিতা- মৃত আরমান প্রামানিক সাং- ঘাসিগ্রাম দক্ষিণপাড়া উভয় থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে ঘাসিগ্রাম গ্রামস্থ কালিতলা টু ঘাসিগ্রাম ইট সলিং হেয়ারিং রাস্তার হিন্দুপাড়া মোড়স্থ জনৈক মোঃ তোফাজ্জল মোল্লা পিতা- মৃত লোকমান মোল্লার মুদি দোকানের সামনে হতে আসামীদের হেফাজতে থাকা ০২টি সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ৪০ গ্রাম গাঁজা ও ৩। মোঃ আনোয়ার হোসেন রানা (৩২) পিতা- মৃত আহাম্মাদ আলী সাং- গোছা ৪। মোঃ আলামিন মোল্লা (২২) পিতা- মৃত আব্দুল ৫। মোঃ মামুনুর রশিদ (২৩) পিতা- মোঃ শামসুল আলম উভয় সাং- বিশালপুর সর্ব থানা- মোহনপুর জেলা- রাজশাহীদের বিশালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম কোণে আসামীদের হেফাজত হতে ০২টি ছোট সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মৌগাছী বাজারস্থ বাজার জামে মসজিদের সামনে রাজশাহী টু নওগাঁগামী পাকা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত আসামী ৬। মোঃ মইফুল সর্দার (৪৩) পিতা- মৃত নীলচাঁদ সর্দার সাং- বাটুপাড়া ৭। মোঃ মজিবর রহমান (৩৫) পিতা- মোঃ আঃ সালাম সাং- চাঁদপুর নওপাড়া উভয় থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে গাঁজা সেবন করে মাতাল অবস্থায় গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage