বগুড়া জেলার শিবগঞ্জ থানায় পৃথক পৃথক অভিযানে ৭৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন আসামী গ্রেফতার।

শিবগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শিবগঞ্জ থানা এলাকায় রাত্রী কালিন টহল ডিউটি সহ গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ইং-২৭/১০/২০১৯ তারিখ রাত্রী ২৩.০০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন আমতলী বন্দরে মোকামতলা টু জয়পুরহাটগামী মহাসড়কের আমতলী জামে মসজিদের সামনে অবস্থান করিয়া গ্রেফতারী পরোয়ানার আসামীদের খোঁজ করা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, জয়পুরহাট হইতে ছেড়ে আসা ঢাকাগামী ‘এস,আর প্লাস’ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৩৭২তে করিয়া একজন লোক একজন লোক যাত্রীবেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উক্ত স্থানে অবস্থায় লাইয়া  গাড়ি চেকিং করাকালে ইং-২৭/১০/২০১৯ তারিখ রাত্রী ২৩.৩০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত বর্ণিত বাসের C-8 সিটে বসে থাকা টিকিটের যাত্রী আসামী  নূর মোহাম্মদ @ বাবু (৩২), পিতা- মোঃ আঃ মান্নান, সাং-উত্তর বাসুদেবপুর, থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুর এর দুই পায়ের হাঁটুর উপরে ডান হাত দিয়ে ধরে থাকা ০১টি পুরাতন কালো রংয়ের স্কুল ব্যাগের মধ্যে ঘিয়া রংয়ের কসস্টেপ দ্বারা পেচানো ০৩টি বান্ডিল যাহার দুইটি বান্ডিলে ২০টি করিয়া (২০+২০)= ৪০ এবং ০১টি বান্ডিলে ১৮টি সর্ব মোট (২০+২০+১৮) = ৫৮ (আটান্ন) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করেন। বগুড়া জেলার  মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, জেলা- বগুড়ায় কর্মরত এস,আই (নিরস্ত্র) মোঃ শাহাদত হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিহারা অমরাপুরী গেটের সামনে  রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-২৭/১০/২০১৯ তারিখ ১৭.০৫ ঘটিকার দিনাজপুর হিলি হইতে ছেড়ে আসা ঢাকাগামী ‘হানিফ’ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-০৩২৪১ তল্লাশী করিয়া বর্ণিত বাসের যাত্রী আসামী  মোঃ জয়নাল আবেদীন (৫০), পিতা-মৃত দেরাজ ব্যাপারী, সাং- চর নেওরগাছা (ছনতলা), থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ এর দেহ তল্লাশি করা কালে তাহার লুঙ্গীর নিচে পরিহিত কালো রংয়ের আন্ডার ওয়ারের এক পকেটে ০৮ (আট) বোতল ও অপর পকেটে ০৭ (সাত) বোতল গোজা অবস্থায় সর্ব মোট (০৮+০৭)= ১৫ (পনের) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করে। ঘটনা সংক্রান্তে পৃথক পৃথক ০২টি মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage