ভোলাহাটে নতুন মোটরযান আইন বিষয়ে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলাহাট মেডিকেলমোড়সহ বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন ভোলাহাট অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মন্ডেলের নেতৃত্বে পুলিশের একটি দল ।

১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন সড়ক আইন। গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে প্রশাসন। সচেতনতা বৃদ্ধি করার জন্য চালক, পথচারি, পরিবহন শ্রমিক ও নেতাদের মাঝে লিফলেট বিতরণ, আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রচারণা চালান ভোলাহাট থানা পুলিশের দল।

এ সয়ম ওসি নাসির উদ্দিন মন্ডল উপজেলা চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন হাতে লিফলেট তুলে দেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল ১২টায় ভোলাহাট মেডিকেল মোড়ে, রাস্তায় দাঁড়িয়ে চালকদের সাথে কথা বলছেন থানা পুলিশের কর্মকর্তারা। সেই সাথে চালকদের সড়কে সচেতনতামূলক লিফলেট প্রদান করেন। বিভিন্ন যাত্রীদের সচেতন হতে বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা যায়। মটরবাইক চালক ও মাইক্রোবাস, চালকদের থামিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতন থাকতে বিভিন্ন পরামর্শ দেন।

মোটর সাইকেল আরোহীদের হেলমেট ছাড়া গাড়ি না চালানোর ব্যাপারে সতর্ক করেন ভোলাহাট থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নাসির উদ্দিন মন্ডল।







সর্বশেষ সংবাদ
DIG Homepage