মোহনপুরে অপহরণ মামলার এক (০১) আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।

মোহনপুর থানার ঘাসিগ্রাম (হিন্দুপাড়া) এলাকার শ্রী সঞ্জয় কুমার (২৫) পিতা- শ্রী নিমাই চন্দ্র দাস এর ছোট বোন ঘাসিগ্রাম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রী কুমারী অষ্টমী রানী (১৫) কে গত ১১/১১/২০১৯ খ্রিঃ সকাল ০৯:০০ ঘটিকার সময় মোঃ গোলাম মোস্তফা (১৯) পিতা- মোঃ আফজাল হোসেন সাং- বাজে দেওপুর  থানা- মোহনপুর জেলা- রাজশাহী বিবাহের প্রলোভন দিয়ে ফুঁসলাইয়া অপহরন করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।   পরবর্তীতে উক্ত ভিকটিমকে উদ্ধারের জন্য রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে পিএসআই/মোঃ আলতাফ হোসেন সঙ্গীয় অফিসার পুলিশ পরিদর্শক/মোঃ আফজাল হোসেন কর্তৃক মোহনপুর থানাধীন কেশরহাট বাজার হতে ভিকটম উদ্ধার সহ গ্রেফতারকৃত ০১ জন আসামী মোসাঃ সুলতানা বেগম (৩৮) স্বামী- মোঃ আফজাল হোসেন সাং- বাজে দেওপুর থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage